নিউক্যাসলকে হারিয়ে ফাইনালের পথে ম্যানচেস্টার সিটি
dailybangla
14th Jan 2026 9:45 am | অনলাইন সংস্করণ
স্পোর্টস ডেস্ক: ইএফএল কাপ সেমিফাইনালের প্রথম লেগে নিউক্যাসল ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের পথে বড় সুবিধা পেল ম্যানচেস্টার সিটি।
সমানতালে লড়াই হলেও গোলের দেখা পায় কেবল সিটিই। ৫৩ মিনিটে জেরোমি ডকুর পাস থেকে গোল করেন নতুন সাইনিং সেমেনয়ো। সিটিতে যোগ দিয়ে টানা দ্বিতীয় ম্যাচে গোল পেলেন তিনি।
যোগ করা সময়ে রায়ান শেরকির গোল ম্যাচের ফল নিশ্চিত করে। দুই লেগের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ইতিহাদ স্টেডিয়ামে, যেখানে দুই গোলের লিড নিয়ে নামবে গার্দিওলার দল।
বিআলো/শিলি



