নিখোঁজ বৃদ্ধকে মেয়ের হাতে তুলে দিলেন এনসিপি নেতৃবৃন্দ
নিহারেন্দু চক্রবর্তী, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। দীর্ঘদিন ধরে মেয়ের বাড়ি বিজয়নগরের চান্দুরা এলাকায় বসবাসকারী ৯০ বছর বয়সী রাজেন্দ্র মালাকার, যিনি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন, সম্প্রতি নিখোঁজ হন।
বৃদ্ধ পিতার নিখোঁজ হওয়ার পরপরই তার কন্যা রত্না রানি মালাকার ও শ্বশুরবাড়ির লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েন। বিভিন্ন মাধ্যমে প্রচার ও প্রশাসনের সহায়তায় খোঁজ চালানো হয়।
অবশেষে স্থানীয়দের সহায়তায় এনসিপি নেতৃবৃন্দ রবিবার, ২০ জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ বিকেল ৩টায় রাজেন্দ্র মালাকারকে বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল (বেনিপাড়া) এলাকা থেকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা এনসিপি কার্যালয়ে তার কন্যার হাতে তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক মো. হাফিজ মিয়া, এনসিপি নেতা মো. মিজান চৌধুরী, সবুজ মিয়াসহ আরও অনেকে। নেতারা বলেন, “এ ধরনের মানবিক সহযোগিতার মধ্য দিয়েই আমাদের সামাজিক দায়বদ্ধতা পূরণ করতে চাই।”
বৃদ্ধ পিতাকে ফিরে পেয়ে কন্যা রত্না রানি মালাকার এনসিপি নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিআলো/তুরাগ