• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
     dailybangla 
    29th Dec 2024 5:26 pm  |  অনলাইন সংস্করণ

    আন্তর্জাতিক ডেস্ক: সরকারের সাথে চলমান আলোচনায় নিজের মুক্তির জন্য কোনো কোনো অনুরোধ করবেন না জেলবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। শনিবার এমনটাই জানিয়েছেন দলটির নেতারা। পিটিআই বলছে, জনগণের জন্য কারাভোগ করতে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত ইমরান।

    অনেকে বলছেন, পিটিআই প্রতিষ্ঠাতা সরকারের সঙ্গে আলোচনার আড়ালে নিজের মুক্তির পথ খোঁজার চেষ্টা করছেন। কিন্তু খাইবার পাখতুনখোয়া হাউসে এক সংবাদ সম্মেলনে সিনেটর শিবলি ফারাজ, জাতীয় পরিষদের বিরোধীদলীয় নেতা ওমর আইয়ুব এবং আসাদ কায়সার এমন ধারণা নাকচ করে দিয়েছেন। খবর ‘দ্য ডন’।

    ফারাজ বলেন, পিটিআই একটি শান্তিপূর্ণ রাজনৈতিক দল এবং আইন ও সংবিধানের অধীনে তাদের সংগ্রাম চালিয়ে যাবে। পিটিআই সরকারের আলোচনার ফলাফল জানতে ৩১ জানুয়ারি নির্ধারণ করেছে। সরকারি জোট ও পিটিআই অবশেষে এই সপ্তাহের শুরুর দিকে রাজনৈতিক উত্তেজনা প্রশমনের জন্য আলোচনায় বসে। সরকার এবং পিটিআইয়ের গঠিত আলোচনাকারী কমিটি সৌহার্দ্যমূলক পরিবেশে বৈঠকটি পরিচালনা করে এবং আলোচনা প্রক্রিয়া অব্যাহত রাখার অঙ্গীকার করে।

    বৈঠক পরিচালনা করেছিলেন জাতীয় সংসদের স্পিকার আইয়াজ সাদিক বলেছেন, পরবর্তী বৈঠক ২ জানুয়ারি অনুষ্ঠিত হবে এবং পিটিআই দলের পক্ষ থেকে তাদের দাবিগুলো উপস্থাপন করা হবে।

    এদিকে গত শুক্রবার পাকিস্তানের সামরিক বাহিনী মুখপাত্র নিষিদ্ধ টিটিপির সাথে আলোচনা নিয়ে ২০২১ সালের সিদ্ধান্তের জন্য তৎকালীন পিটিআই সরকারের সমালোচনা করেছে। পাল্টা জবাবে পাকিস্তানের সাবেক শাসক দল পিটিআই দাবি করেছে, তৎকালীন সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সাথে সংলাপের প্রস্তাব করেছিলেন।

    পিটিআই নেতা আইয়ুব বলেছেন, ৮ নভেম্বর, ২০২১ সালে, ইমরান খান যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন সব সরকারি ও বিরোধী আইন প্রণেতাদের জেনারেল বাজওয়া, তৎকালীন ডিজি আইএসআই ফয়েজ হামিদ এবং আইএসপিআর ডিজি বাবর ইফতিখার আস্থায় নিয়েছিলেন।

    জেনারেল বাজওয়া, তৎকালীন বিরোধী সদস্যদের প্রশ্নের উত্তর দেওয়ার সময়, বলেছিলেন, প্রতিটি সংঘাত এবং যুদ্ধ একটি সংলাপের মাধ্যমে শেষ হয় এবং এটিও জানান তিনি টিটিপির সাথে আলোচনা করা হবে। পিটিআই নেতার মতে, তৎকালীন বিরোধীদলীয় নেতা শেহবাজ শরীফ, ইউসুফ রাজা গিলানি, বিলাওয়াল ভুট্টো-জারদারি, খাজা আসিফ, নাভিদ কামার, আহসান ইকবাল এবং অন্যান্যরাও উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিয়েছিলেন।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031