নিজের রাজনীতি চালিয়ে যাওয়ার ঘোষণা রুমিন ফারহানার
নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্যারিস্টার রুমিন ফারহানার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কর্তৃপক্ষ।
শুক্রবার দুপুরে যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান রুমিন ফারহানার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
এই আসনে দাখিল করা মোট ১১ জন প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ বলে ঘোষণা করা হয়।
মনোনয়নপত্র বৈধ হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি থেকে বহিষ্কৃত এই নেত্রী। তিনি বলেন, দল থেকে মনোনয়ন না পাওয়ায় তার কোনো কষ্ট বা ক্ষোভ নেই।
রুমিন ফারহানা বলেন, বিএনপির দুঃসময়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তিনি যে দায়িত্ব পেয়েছেন, তা নিজের বয়স ও অভিজ্ঞতার চেয়েও বড় ছিল। তিনি চেষ্টা করেছেন দায়িত্ব যথাযথভাবে পালন করতে।
তিনি আরও বলেন, ২০১৮ সালের সংসদে এবং পরবর্তীতে দলের নির্দেশে ২০২২ সালে পদত্যাগ করার সিদ্ধান্তেও তিনি এক মুহূর্ত দেরি করেননি। দল যদি নতুন নেতৃত্ব চায়, তাতেও তার আপত্তি নেই।
নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, কিছু এলাকায় তার কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ তিনি শুনেছেন। এ ধরনের কোনো ঘটনা ঘটলে তিনি প্রশাসনকে অবহিত করবেন এবং প্রয়োজনে তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন।
উল্লেখ্য, জোটগত সমঝোতার অংশ হিসেবে বিএনপি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি জুনায়েদ আল হাবিবকে ছেড়ে দেয়।
বিআলো/শিলি



