নিয়ামতপুরে কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকী: খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া
এ.বি.এস রতন, নওগাঁ: নওগাঁর নিয়ামতপুরে বাংলাদেশ কৃষক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) নিয়ামতপুর সদর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে উপজেলা কৃষক দলের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের সভাপতি সাইফুদ্দিন মণ্ডল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক জুম্মা রশিদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।
এ ছাড়া বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্যসচিব বায়োজিদ হোসেন পলাশ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূরে আলম মিঠু ও খাইরুল আলম গোল্ডেন, জেলা কৃষক দলের সদস্যসচিব এটিএম ফিরোজ দুলু, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইসাহাক আলী ও সাজ্জাদ আলী টিটু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির বাচ্চুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ বদিউজ্জামান।
বিআলো/শিলি



