নিরাপত্তা দুর্বলতায় উদ্বেগ প্রকাশ করেছেন উপদেষ্টা আসিফ
পিস্তল-মিসাইল থাকলেও কেউই নিরাপদ নয়: মন্তব্য
নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, পিস্তল বা মিসাইল হাতে থাকলেও কেউই নিরাপদ নয়।
সোমবার বিকেলে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ মুহূর্তের মধ্যে বিদেশে পৌঁছে যাওয়া অত্যন্ত ভয়াবহ একটি ঘটনা। এর মাধ্যমে দেশের রিয়েল-টাইম লোকেশন, শিডিউল ও সেনসিটিভ তথ্য বিদেশি সন্ত্রাসী গোষ্ঠী বা গোয়েন্দা সংস্থার কাছে বিক্রি হতে পারে।

উপদেষ্টা বলেন, আমি সরকারে থাকি, আমার সঙ্গেও এমন ঘটনা ঘটতে পারে, তাহলে সাধারণ মানুষের অবস্থা কতটা বিপজ্জনক হবে তা সহজেই অনুমান করা যায়। তিনি জাতীয় নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থাগুলোর কার্যক্রম নিয়েও প্রশ্ন তুলেছেন।
তিনি আরও বলেন, গণ-অভ্যুত্থানের কিছু অংশীদার এবং সরকারের বিরুদ্ধে আক্রমণকারীরা বাস্তবতা থেকে বিচ্যুত হয়ে উদ্ভট ও হাস্যকর বিষয় নিয়ে আক্রমণ চালাচ্ছে। তবে জনগণ এখন পূর্বের চেয়ে বেশি সচেতন।
বিআলো/সবুজ