নির্বাচনী আচরণবিধি মেনে নারায়ণগঞ্জ-৫ আসনে মাসুদুজ্জামানের সব ব্যানার–পোস্টার অপসারণ
নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনের নির্দেশনা জারি হওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই নারায়ণগঞ্জ–৫ (সদর–বন্দর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামান মাসুদ তাঁর নির্বাচনী এলাকার আগাম সব প্রচারণা সামগ্রী অপসারণের উদ্যোগ নেন। সমর্থকদের সহযোগিতায় বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সারাদিনজুড়ে এলাকার ব্যানার, পোস্টার, ফেস্টুনসহ সব ধরনের প্রচারসামগ্রী তুলে ফেলা হয়।
গত বুধবার (১০ ডিসেম্বর) ঘোষিত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী ৪৮ ঘণ্টার মধ্যেই সম্ভাব্য প্রার্থীদের নিজ খরচে আগাম প্রচারণা সরিয়ে ফেলতে নির্দেশ দেয় নির্বাচন কমিশন (ইসি)। সেই প্রজ্ঞাপন অনুসারে দ্রুত পদক্ষেপ নেয় মাসুদুজ্জামানের পক্ষ।
এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, “আজকের পর থেকে মাসুদুজ্জামানের নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নিয়মবহির্ভূতভাবে ব্যানার–পোস্টার প্রিন্ট বা প্রদর্শন করলে তার দায়ভার তিনি নেবেন না; বরং সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকেই এর দায়িত্ব বহন করতে হবে।”
বিআলো/তুরাগ



