নির্বাচনী নিরাপত্তায় সশস্ত্র বাহিনীর সঙ্গে ইসির বৈঠক
dailybangla
11th Jan 2026 11:36 am | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সশস্ত্র ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন।
রোববার সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে এ সমন্বয় সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
বৈঠকে সশস্ত্র বাহিনী, পুলিশ, বিজিবি, কোস্ট গার্ড, র্যাব, এনএসআই, ডিজিএফআইসহ বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। নির্বাচন কমিশন জানায়, ভোটকেন্দ্রের নিরাপত্তা, গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং বাহিনীগুলোর মধ্যে সমন্বয় জোরদার করাই এই বৈঠকের মূল উদ্দেশ্য।
বিআলো/শিলি



