নির্বাচনী সমীকরণে পরিবর্তন, বরগুনা-২ আসনে সুবিধাজনক অবস্থানে বিএনপি
ইসা হাসান, পাথরঘাটা (বরগুনা) : বরগুনা-২ সংসদীয় আসনে ১১ দলীয় নির্বাচনী সমঝোতা ভেঙে ইসলামী আন্দোলন বাংলাদেশ একক নির্বাচনে যাওয়ার ঘোষণা দেওয়ায় নির্বাচনী সমীকরণে পরিবর্তন আসতে শুরু করেছে। এতে তুলনামূলকভাবে বিএনপি সুবিধাজনক অবস্থানে রয়েছে এবং জয়ের ব্যাপারে অনেকটা এগিয়ে যাচ্ছে—এমন আলোচনা দেখা যাচ্ছে ভোটারদের মধ্যে।
বরগুনা-২ আসনটি পাথরঘাটা, বামনা ও বেতাগী—এই তিন উপজেলা নিয়ে গঠিত। অতীতের নির্বাচনী ফল বিশ্লেষণে দেখা গেছে, পাথরঘাটা উপজেলার ভোটারদের ভোটের মধ্যেই আসনের ফলাফলের বড় অংশ নির্ধারণ হয়। নির্বাচনী মাঠে শুরু থেকেই আলোচনা ছিল ইসলামি ও সমমনা দলগুলোর সমঝোতা নিয়ে।
জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপিসহ ১১টি দলকে নিয়ে গঠিত এই জোটকে ঘিরে সাধারণ ভোটারদের মধ্যে আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছিল। অনেকের ধারণা ছিল, এই ঐক্যের কারণে বরগুনা-২ আসনে বিএনপির সঙ্গে জোটভুক্ত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে।
তবে গত শুক্রবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ জানায়, তারা ১১ দলীয় সমঝোতায় নেই এবং আসন্ন জাতীয় নির্বাচনে এককভাবে অংশ নেবে। ফলে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন—এই দুই বড় দলের আলাদাভাবে নির্বাচন করার ফলে ভোট বিভক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও সচেতন ভোটারদের মতে, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন দুই দলের আলাদা হয়ে একক নির্বাচন করার ফলে তাদের ভোট বিভক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
অপরদিকে বিএনপির ক্ষেত্রে ভোট ভাগ হওয়ার তেমন আশঙ্কা নেই। জামায়াত-চরমোনাই এক হওয়ার কারণে বরগুনা দুই আসনে বিএনপি প্রার্থীর কিছুটা বেকায়দায় পড়ার সম্ভাবনা থাকলেও হঠাৎ জোট ভাঙার খবরে তারা এখন ফুরফুরে মেজাজে। এতে করে পাথরঘাটা উপজেলা সহ পুরো বরগুনা-২ আসনে বিএনপি সুবিধাজনক অবস্থানে রয়েছে এবং জয়ের ব্যাপারে অনেকটা এগিয়ে যাচ্ছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ পাথরঘাটা উপজেলা শাখার সভাপতি এম এস সোহাগ বাদশা বলেন, ১১ দলীয় নির্বাচনী সমঝোতা থেকে ইসলামী আন্দোলন বেরিয়ে এককভাবে নির্বাচন করায় বরগুনা-২ আসনে ভোটের মাঠে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। বরং এতে আমাদের ভোটব্যাংক আগের চেয়ে আরও শক্তিশালী হবে। জোটে থাকার সময় নীতিগত পার্থক্যের কারণে অনেক ভোটার দ্বিধায় ছিলেন। এখন সেই দ্বিধা দূর হয়েছে এবং মানুষের আগ্রহ ও উদ্দীপনা বেড়েছে।
অন্যদিকে বিএনপির পাথরঘাটা উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব চৌধুরী মোহাম্মদ ফারুক বলেন, বরগুনা-২ আসন ঐতিহাসিকভাবে বিএনপির ঘাঁটি। শুধু বরগুনা নয় সারা দেশের মানুষই বিএনপিকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। এ বিষয়ে জামায়াতে ইসলামীর পাথরঘাটা উপজেলা ও পৌর আমীর কথা বলতে অনিচ্ছা প্রকাশ করেছেন।
সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেকেই মনে করছেন জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন আলাদাভাবে নির্বাচন করায় তাদের প্রতিদ্বন্দ্বিতা কঠিন হতে পারে। তবে সংশ্লিষ্ট দলগুলোর নেতাকর্মীরা দাবি করছেন, একক নির্বাচনেও তারা শক্ত অবস্থান বজায় রাখবেন। সব মিলিয়ে বরগুনা-২ সংসদীয় আসনের নির্বাচনী মাঠ এখন নতুন বাস্তবতায় দাঁড়িয়েছে। পাথরঘাটা, বামনা ও বেতাগীর ভোটের ধারা এবং দলগুলোর কৌশলই শেষ পর্যন্ত এই আসনের ফলাফল নির্ধারণ করবে বলে মনে করছেন ভোটাররা।
বিআলো/আমিনা



