নির্বাচনের আগে জাতীয় ঐকমত্য, তারিখ ঘোষণার অপেক্ষায় বিএনপি: আমির খসরু
নিজস্ব প্রতিবেদক: আগামী রমজানের আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন নিয়ে সব রাজনৈতিক দলের মধ্যে একটি জাতীয় ঐকমত্য রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে দিনক্ষণ ঘোষণার আগে সবাইকে ধৈর্য ধরতে হবে।
মঙ্গলবার (১৭ জুন) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদও উপস্থিত ছিলেন।
আমির খসরু বলেন, “নির্বাচন নিয়ে রাজনৈতিক মহলে একটি সাধারণ ঐকমত্য তৈরি হয়েছে। এখানে তেমন কোনো মতপার্থক্য নেই। সবাই চান, নির্বাচন রমজানের আগেই হোক। এখন আমরা শুধু নির্বাচন কমিশনের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।”
ব্রাজিলের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে কৃষি, প্রাণিসম্পদ, ফুটবল এবং দ্বিপাক্ষিক রাজনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে খসরু বলেন, “দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।”
লন্ডনে তারেক রহমান ও ড. ইউনূসের বৈঠক প্রসঙ্গে বিএনপির এই নীতিনির্ধারক বলেন, “এই বৈঠকের পর জাতির মধ্যে আশাবাদ ফিরে এসেছে। এটি একটি ইতিবাচক পদক্ষেপ, যা আগামী দিনের রাজনীতিতে স্থিতিশীলতা আনবে। বিষয়টি নিয়ে অস্থির হওয়ার কিছু নেই। ধৈর্য ও আস্থার মাধ্যমেই আমরা এগিয়ে যেতে চাই।”
তিনি বলেন, “নির্বাচনের তারিখ ঘোষণা নির্বাচন কমিশনের এখতিয়ার। সরকার বা কোনো রাজনৈতিক দল তা নির্ধারণ করতে পারে না। আমরা আশাবাদী, কমিশন যথাসময়ে সিদ্ধান্ত জানাবে।”
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ প্রসঙ্গে এক প্রশ্নে তিনি বলেন, “আদালতের রায় এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্ত আছে। এখন সরকারের সিদ্ধান্ত দেখার অপেক্ষা। আমরা আশা করি, আইন অনুযায়ী যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।”
বিএনপির ভবিষ্যৎ রাজনীতির রূপরেখা প্রসঙ্গে আমির খসরু বলেন, “জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ঐকমত্য ও সংলাপের মাধ্যমে একটি টেকসই রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চায় বিএনপি। আমরা চাই গণতন্ত্র, ভোটাধিকার এবং জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হোক।”
বিআলো/সবুজ