• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নির্বাচনে কোনো চাপের কাছে মাথা নত করা যাবে না: সিইসি 

     dailybangla 
    22nd Oct 2025 1:02 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশিক্ষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন সতর্ক করে বলেন, ভোটের দায়িত্ব পালনকালে কোনো প্রকার চাপ বা অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না।

    আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে বুধবার অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সিইসি বলেন, “উপজেলা নির্বাহী কর্মকর্তাদের একটাই বার্তা- কোনো চাপের কাছে নতি স্বীকার করবেন না। স্বাধীনভাবে আইন অনুযায়ী সিদ্ধান্ত নিন এবং তা অটলভাবে পালন করুন। নির্বাচন কমিশনও অন্যায় চাপের কাছে মাথা নত করবে না।”

    তিনি আইনশৃঙ্খলা বাহিনী, প্রিজাইডিং অফিসার, কেন্দ্রীয় ও জেলা মনিটরিং সেল এবং ইলেকশন মনিটরিং সেলসহ নির্বাচনে সমন্বয় নিশ্চিত করার ক্ষেত্রে কর্মকর্তাদের দায়িত্ব গুরুত্বের সঙ্গে পালন করার পরামর্শ দেন।

    সিইসি বলেন, দেশের বর্তমান দুরবস্থার মূল কারণ হলো আইনের প্রতি অবহেলা। তাই নির্বাচনের দায়িত্ব আইনসম্মত, নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে পালন করা অপরিহার্য। ভোটের দিন যেকোনো সংকট মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে, তবে ভোট বাক্স দখলের পর মাঠে গিয়ে তৎপর হওয়া যাবে না।

    প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে চারজন নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন। সিইসি কর্মকর্তাদের নির্দেশ দেন, সব পরিস্থিতিতে আইন মেনে চলা এবং দায়িত্বপূর্ণ ভূমিকা পালন নিশ্চিত করতে হবে, যাতে দেশের নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়িত হয়।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031