• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নির্বাচনে জনগণের ভালোবাসায় বিএনপি বিজয়ী হবে: গিয়াসউদ্দিন 

     dailybangla 
    11th Dec 2025 11:43 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে—এমন বার্তা দিয়ে দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, “জনগণের ভালোবাসায় বিএনপি আগামী নির্বাচনে বিজয়ী হবে।”

    তিনি জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে বীজ রোপণ করে গেছেন, তা আজ দেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে।

    বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    গিয়াসউদ্দিন বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পর বিএনপির দায়িত্ব পেয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি সংগ্রাম করে, সংগঠনকে সুসংহত করে বিএনপিকে আরও সমৃদ্ধ করেছেন। তার নেতৃত্বেই বিএনপি দেশের সর্ববৃহত্তম রাজনৈতিক দলে পরিণত হয়েছে। তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে তিনি দেশের নেতৃত্ব দিয়েছেন।”

    তিনি আরও বলেন, “আজ সমগ্র জাতির প্রত্যাশা, জনগণের ভালোবাসায় পরবর্তী জাতীয় নির্বাচনে বিএনপি বিজয়ী হবে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতির সেবা করার দায়িত্ব পাবেন।”

    দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতার ওপর গুরুত্বারোপ করে গিয়াসউদ্দিন বলেন, “আমাদের প্রিয় নেত্রী অনেক অসুস্থ। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করেন।”

    ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক খন্দকার মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আলাউদ্দিন খন্দকার শিপন, লোকমান হোসেন, কবির প্রধান, হাজী বিল্লাল হোসেন, মুকলেছুর রহমান পায়েল, নুর আলম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, মহানগর জাসাস সভাপতি স্বপন চৌধুরী, যুগ্ম সম্পাদক খন্দকার আক্তার হোসেন, হাসান মাহমুদ পলাশ, মঈনুল হোসেন রতন, সুমন মাহবুব, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, আলমগীর হোসেন, সাইফুল ইসলাম বিপ্লব, আশিক মাহমুদ সুমন, স্বাধীন, আবুল খায়ের, যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদসহ আরও অনেকে।

    অনুষ্ঠানের শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত এবং তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া পরিচালিত হয়।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031