নির্বাচনে দায়িত্বে অবহেলার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ: জনপ্রশাসন সচিব
নিজস্ব প্রতিবেদক: আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যদি কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্ব করেন, তবে তাকে প্রত্যাহার করে প্রচলিত আইন অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। বুধবার (৩ সেপ্টেম্বর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান।
জ্যেষ্ঠ সচিব মোখলেস উর রহমান বলেন, মাঠ প্রশাসনের কোনো কর্মকর্তা, যেমন-বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) যদি কোনো দল বা ব্যক্তির পক্ষে কাজ করেন, তবে তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হবে এবং তার বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, এমন কোনো কর্মকর্তা এখন পর্যন্ত চিহ্নিত হননি, তবে ভবিষ্যতে হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি উল্লেখ করেন যে, নির্বাচনকালীন সময়ে সহকারী কমিশনার (ভূমি), ইউএনও-সহ অন্যান্য কর্মকর্তারা পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে ম্যাজিস্ট্রেট হিসেবে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন। তিনি জানান, প্রধান প্রেস সচিব দৃঢ়ভাবে বলেছেন যে, নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই এবং আইনশৃঙ্খলা রক্ষায় কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখা হবে না।
গত তিনটি নির্বাচনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার মাঠ প্রশাসনের জন্য কঠোর বার্তা দেওয়া হয়েছে। মোখলেস উর রহমান বলেন, যারা পূর্বে কোনো বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ছিলেন বা অতিসক্রিয় ছিলেন, তাদের কেউই এবার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তালিকায় নেই এবং থাকবেনও না। তিনি আশা প্রকাশ করেন যে, সবাই দেশপ্রেমিক হিসেবে একটি মডেল নির্বাচন উপহার দিতে কাজ করবেন।
তিনি আরও জানান, রিটার্নিং অফিসার কারা হবেন, তা তফসিল ঘোষণার পর নির্ধারিত হবে এবং তখন সরাসরি নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ীই কর্মকর্তারা কাজ করবেন।
বিআলো/এফএইচএস