• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নির্বাচনে বাধা সৃষ্টি মানেই স্বৈরতন্ত্রকে সমর্থন করা: শামসুজ্জামান দুদু 

     dailybangla 
    30th Jul 2025 8:11 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: যারা নির্বাচনে বাধা সৃষ্টি করছেন, তারা আসলে স্বৈরাচারকে প্রশ্রয় দিচ্ছেন—এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

    বুধবার জাতীয় প্রেসক্লাবের আকরাম খাঁ হলে জাতীয়তাবাদী গণতান্ত্রিক পরিষদের এক আলোচনা সভায় তিনি বলেন, নির্বাচনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে কেউ গণতন্ত্রকে এগিয়ে নিতে পারে না। যারা এটি করছেন, তারা স্বৈরতন্ত্রের পক্ষেই অবস্থান নিচ্ছেন।

    তিনি বলেন, স্বৈরতন্ত্রের পতন তখনই সফল হবে, যখন গণতন্ত্রের উত্তরণ ঘটবে। আর যদি সেটা না হয়, তাহলে স্বৈরতন্ত্র ফেরত আসার আশঙ্কা থেকেই যাবে।

    সরকারের প্রতি ইঙ্গিত করে দুদু বলেন, বিএনপি ১৬ বছর ধরে গণতন্ত্রের জন্য আন্দোলন করে যাচ্ছে। যারা এই ইতিহাস অস্বীকার করছেন, তারা অহংকারে অন্ধ হয়ে পড়েছেন।

    প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে তিনি অভিযোগ করেন, আপনি ছাত্রদের মুরুব্বি বানিয়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি পুলিশ ব্যবহার করে গুলশানে চাঁদাবাজির সময় ধরা পড়েছে। এসব ঘটনা থেকে আপনি দায় এড়াতে পারেন না।

    আগামী নির্বাচনের গুরুত্ব তুলে ধরে সাবেক এই সংসদ সদস্য বলেন, আপনাকে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে। তা না হলে জটিল পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এখনও সময় আছে, জাতি আপনার কাছ থেকে ভালো নির্বাচন প্রত্যাশা করে।

    চাঁদাবাজদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এখন যারা দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছেন, তারা ভবিষ্যতে পরিণতির জন্য প্রস্তুত থাকুন। সময় কিন্তু কাউকে ছাড় দেয় না।

    আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোক্তার আখন্দ। আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, সাবেক সংসদ সদস্য শামীম কায়সার লিংকন ও চালক দলের সভাপতি জসিম উদ্দিন কবির প্রমুখ।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031