নির্বাচনে সহায়তা দিতে প্রস্তুত কমনওয়েলথ, পাঠাতে পারে পর্যবেক্ষক দল
dailybangla
23rd Nov 2025 5:23 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: সুষ্ঠু ও গ্রহণযোগ্য ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে কমনওয়েলথ।
রবিবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে এ কথা জানিয়েছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বচওয়ে।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক পাঠাতে প্রস্তুত। বিদেশে বসবাসকারী ভোটারদের জন্য ওসিভি চালুর উদ্যোগকে তারা ইতিবাচকভাবে দেখেছে।
একই সঙ্গে ইন-কান্ট্রি পোস্টাল ভোটিংয়ের আওতায় প্রায় ১০ লাখ ভোটারকে অন্তর্ভুক্ত করার বিষয়টিও প্রশংসিত হয়েছে।
নিরাপত্তা পরিস্থিতি, ভোট উপকরণ প্রস্তুতি, গণভোট এবং ভুয়া তথ্য মোকাবিলার বিষয়েও আলোচনা হয়। মহাসচিব বাংলাদেশের নির্বাচন আয়োজনের সক্ষমতার প্রতি আস্থা প্রকাশ করেন।
বিআলো/শিলি



