নির্বাচন-গণভোট দুটোই জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সারাদেশের ইউএনওদের উদ্দেশে বলেছেন, আগামী নির্বাচন ও গণভোট দেশের ভবিষ্যৎ নির্মাণের এক ঐতিহাসিক সুযোগ। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের মাধ্যমে এ মুহূর্তকে স্মরণীয় করে রাখার আহ্বান জানান তিনি।
বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে ইউএনওদের সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী এই নির্বাচন একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এনে দিয়েছে।
তিনি উল্লেখ করেন, অতীতের বিকৃত নির্বাচন থেকে শিক্ষা নিয়ে এবার একটি আদর্শ নির্বাচন আয়োজন করতে হবে।
তিনি ইউএনওদের দায়িত্বশীলতার ওপর বিশেষ জোর দিয়ে বলেন, তাদের সঠিক ও নিষ্ঠাবান ভূমিকার ওপরই সরকারের সফলতা নির্ভর করবে। নির্বাচন ও গণভোট দুটোই জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ; যেখানে নির্বাচন পাঁচ বছরের পথ নির্ধারণ করবে এবং গণভোট গড়ে তুলবে দীর্ঘমেয়াদি ভিত্তি।
গণভোট বিষয়ে তিনি ভোটারদের সচেতন করার নির্দেশ দিয়ে বলেন, ভোটারদের আগেই সিদ্ধান্ত নিতে হবে তারা ‘হ্যাঁ’ দেবেন নাকি ‘না’। পাশাপাশি নারীদের ভোটকেন্দ্রে নির্বিঘ্ন প্রবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন প্রধান উপদেষ্টা।
ড. ইউনূস ইউএনওদের প্রতিটি পোলিং স্টেশন পরিদর্শন, সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা এবং শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টির জন্য পরিকল্পনা গ্রহণের নির্দেশ দেন। অপতথ্য ও গুজব মোকাবিলায়ও সৃজনশীলভাবে কাজ করতে বলেন তিনি।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, মন্ত্রিপরিষদ সচিবসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিআলো/শিলি



