নির্বাচন থেকে দূরে রাখতে মাকসুদকে হুমকি
নির্বাচনে বাধা ও হুমকির অভিযোগে মাকসুদ হোসেনের উদ্বেগ
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ-৫ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিএনপি মনোনীত সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম, খেলাফত মজলিস থেকে ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী সিরাজুল মামুন, ইসলামী আন্দোলন থেকে মুফতি মাসুম বিল্লাহ এবং স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেন।
নির্বাচনী মাঠে নামার পর থেকেই আলোচনায় রয়েছেন মাকসুদ হোসেন। তাকে কেন্দ্র করে বিএনপির মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, বন্দর উপজেলা বিএনপি সভাপতি মাজহারুল ইসলাম হিরন ও মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন সহ অনেকেই বিভিন্ন সময়ে বক্তব্য দিয়েছেন।
একাধিকবার তার গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন সাখাওয়াত হোসেন ও টিপু। তবে এসবের প্রতিক্রিয়ায় মাকসুদ হোসেন সরাসরি কোনো মন্তব্য না করলেও এবার তিনি নির্বাচনী আগ্রহ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
মাকসুদ হোসেন অভিযোগ করেছেন, “নির্বাচন থেকে আমাকে দূরে রাখতে বিভিন্ন রকমের চাপ ও হুমকি দেওয়া হচ্ছে। আমার নেতাকর্মী ও সমর্থকদের ওপরও হয়রানির চেষ্টা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। আমি চাই প্রশাসন যেন এই মিথ্যা হয়রানি বন্ধ করতে কার্যকর ব্যবস্থা নেন।”
নির্বাচনী পরিবেশে শান্তি ও সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত করার জন্য মাকসুদ হোসেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
বিআলো/তুরাগ



