• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই: এম সাখাওয়াত হোসেন 

     dailybangla 
    13th Sep 2025 5:15 pm  |  অনলাইন সংস্করণ

    এইচ আর হীরা, বরিশাল ব্যুরো: নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়ে উপদেষ্টা পরিষদের মধ্যে কোনো সংশয় নেই। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বরিশালের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

    তিনি বলেন, “নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। আমাদের অংশগ্রহণের প্রয়োজন নেই। অতীতের মতো এবারও সরকার গঠিত হবে। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। কিছুটা অবনতি হয়েছে বটে, তবে তা নিয়ন্ত্রণের মধ্যেই আছে।”

    উপদেষ্টা জানান, খাল পুনরুদ্ধার, পোর্ট রোড, প্যাসেঞ্জার টার্মিনাল এবং কীর্তনখোলা নদীকে দুষণমুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে। খালের দু’পাশে ওয়াকওয়ে নির্মাণে বিআইডব্লিউটিএ সর্বাত্মক সহযোগিতা দেবে। ডিসেম্বরের মধ্যেই পোর্ট রোডের আরসিসি কাজ শেষ হবে বলেও তিনি আশ্বাস দেন।

    বরিশালের ঐতিহ্যবাহী প্যাডেল জাহাজ ফের চালুর ঘোষণা দিয়ে তিনি বলেন, “প্রায় ১৩০-১৩৫ বছর আগে বরিশালে প্যাডেল জাহাজ চলাচল শুরু হয়েছিল। সেই ঐতিহ্য ধরে রেখে ডিসেম্বর থেকেই আবারও প্যাডেল জাহাজ চলাচল শুরু হবে। এতে যাত্রীসেবা যেমন উন্নত হবে, তেমনি পর্যটন খাতও সমৃদ্ধ হবে।”

    এছাড়া মীরগঞ্জ সেতু নির্মাণ এবং হিজলা-মুলাদিতে নদীভাঙন রোধে বাঁধ নির্মাণের জন্য প্রায় ৮১০ কোটি টাকা বরাদ্দ আনার চেষ্টা চলছে বলেও উল্লেখ করেন তিনি।

    ভোলার গ্যাস বরিশালে আনার উদ্যোগ, ভুভস এলাকায় ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন, পুরোনো সার্কিট হাউসসহ ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ এবং বরিশাল-চট্টগ্রাম স্টিমার সার্ভিস চালুর পরিকল্পনার কথাও জানান তিনি। পাশাপাশি বরিশাল স্টেডিয়ামে বিপিএলের খেলা আয়োজন এবং নদীপথে নাব্যতা রক্ষায় বিশেষ প্রকল্প হাতে নেয়ার কথাও উল্লেখ করেন উপদেষ্টা।

    শারদীয় দুর্গাপূজা প্রসঙ্গে এম সাখাওয়াত হোসেন বলেন, গতবারের মতো এবারও পূজা সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে। ধর্ম নিয়ে বিভেদ না করে সবাইকে মিলেমিশে উৎসব উদযাপনের আহ্বান জানান তিনি।

    বরিশালের উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক দেলোয়ার হোসেন, সিটি করপোরেশনের প্রশাসক রায়হান কাওছারসহ জেলা পুলিশ ও সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930