নির্বাচন নিয়ে ভারতের মন্তব্য গ্রহণযোগ্য নয়: উপদেষ্টা রিজওয়ানা
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভারতের মন্তব্য করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ বিষয়ক এই উপদেষ্টা বলেন, নির্বাচন নিয়ে উত্তেজনা থাকা স্বাভাবিক। রাজনৈতিক দলগুলো একে অপরকে পরাজিত করার চেষ্টা করবে এবং কথাবার্তায় উত্তাপ থাকবে।
তিনি বলেন, রাজনৈতিক বক্তব্য যদি আইনশৃঙ্খলা পরিস্থিতিকে প্রভাবিত করে, তখন সরকারের দায়িত্ব সেখানে হস্তক্ষেপ করা। তার আগ পর্যন্ত কে কোন জনসভায় কী বলল, সেটি সরকারের দেখভালের বিষয় নয়।
ভারত থেকে নির্বাচন নিয়ে মন্তব্য আসা প্রসঙ্গে রিজওয়ানা হাসান বলেন, নির্বাচন একটি সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়। অন্য দেশ বিশ্লেষণ করতে পারে, কিন্তু আগেভাগে মন্তব্য বা ধারণা দেওয়ার সুযোগ নেই।
ভোটের পরিবেশ নষ্ট করার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, পতিত স্বৈরাচারের কোনো শক্তি যদি সহিংসতা বা নাশকতার চেষ্টা করে, সরকার তা কঠোরভাবে মোকাবিলা করবে। প্রয়োজনে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।
সাধারণ মানুষের মধ্যে ভয়ের কথা অস্বীকার করে তিনি বলেন, বিভিন্ন জেলা সফরে গিয়ে এমন কোনো অভিযোগ শোনেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারের মাধ্যমেই ভয়ের আবহ তৈরি করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
বিআলো/শিলি



