• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নির্বাচন সামনে রেখে কয়রায় নৌবাহিনীর চৌকস ফুট পেট্রোলিং জোরদার জনসচেতনতা 

     dailybangla 
    21st Jan 2026 6:30 pm  |  অনলাইন সংস্করণ

    আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নজরদারি

    মুশফিকুর রহমান, খুলনা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে খুলনার কয়রা উপজেলায় সক্রিয় ভূমিকা পালন করছে বাংলাদেশ নৌবাহিনী। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌবাহিনীর উদ্যোগে চালানো হয়েছে চৌকস ফুট পেট্রোলিং ও ব্যাপক জনসচেতনতামূলক কার্যক্রম।
    নির্বাচনকালীন নিরাপত্তা জোরদারে নৌবাহিনীর উদ্যোগ
    নির্বাচনী সময়ে সহিংসতা রোধ, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্যের অপব্যবহার প্রতিরোধ, বাজার ও জনসমাগমপূর্ণ এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষকে আইন মেনে চলতে উদ্বুদ্ধ করাই ছিল এই কার্যক্রমের মূল লক্ষ্য।

    লেফটেন্যান্ট আসিফ আরাফাতের নেতৃত্বে টহল কার্যক্রম
    মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরিচালিত এ কার্যক্রমে নেতৃত্ব দেন বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট আসিফ আরাফাত। এতে নৌবাহিনীর একাধিক সুসজ্জিত দল অংশগ্রহণ করে উপজেলার গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকাগুলোতে টহল জোরদার করে।

    ফুট পেট্রোলিংয়ের প্রধান রুট হিসেবে নির্ধারিত ছিল কয়রা উপজেলা সদরের মধুর মোড়। সেখান থেকে কপোতক্ষ মহাবিদ্যালয়ের সামনে দিয়ে বাসস্ট্যান্ড অতিক্রম করে উপজেলা আবহাওয়া অফিস সড়ক হয়ে ডাকবাংলো প্রাঙ্গণে এসে টহল কার্যক্রম শেষ হয়।

    এ সময় নৌবাহিনীর সদস্যরা ব্যবসায়ী, পথচারী ও যানবাহন চালকদের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।
    বাজার এলাকায় আলাদা টহল ও সচেতনতামূলক প্রচারণা
    একই সঙ্গে ঘড়িলাল বাজার, আমাদি বাজারসহ আশপাশের এলাকায় পৃথক দলগুলো আলাদাভাবে ফুট পেট্রোলিং ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে। নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যেন সৃষ্টি না হয়—সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হয়।

    স্থানীয়দের মতে, নির্বাচনের আগে নৌবাহিনীর এমন দৃশ্যমান ও সক্রিয় উপস্থিতি সাধারণ মানুষের মধ্যে আস্থার পরিবেশ তৈরি করছে। তারা মনে করেন, এ ধরনের উদ্যোগ নির্বাচনকালীন সময়ে নিরাপদ, শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031