নির্বাচন সামনে রেখে লালমোহনে নৌবাহিনী মোতায়েন, টহল ও তল্লাশি জোরদার
মুশফিক হাওলাদার, ভোলা দক্ষিণ: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে ভোলার লালমোহন উপজেলায় বিপুল সংখ্যক নৌবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাদক সংশ্লিষ্ট অপরাধ দমনে জোরদার করা হয়েছে টহল ও তল্লাশি কার্যক্রম।
প্রতিদিনই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার এলাকা, জনসমাগমস্থল ও ঝুঁকিপূর্ণ পয়েন্টে নৌবাহিনীর টহল ও অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি নিয়মিত চেকপোস্ট বসিয়ে যানবাহন ও সন্দেহভাজনদের তল্লাশি এবং অভিযান পরিচালনা করা হচ্ছে।
স্থানীয় সাধারণ জনগণ জানান, দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাদক সংশ্লিষ্ট অপরাধ বেড়ে যাওয়ায় জনমনে আতঙ্ক বিরাজ করছিল। নৌবাহিনীর জোরদার উপস্থিতিতে এখন তারা অনেকটাই স্বস্তি অনুভব করছেন।
নৌবাহিনীর কঠোর অবস্থানের ফলে চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক কারবারিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, অনেক অপরাধী আত্মগোপনে চলে গেছে। নিয়মিত টহল ও চেকপোস্টের কারণে অপরাধমূলক তৎপরতা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে বলেও জানিয়েছেন এলাকাবাসী।
নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত টহল, চেকপোস্ট ও অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সাধারণ জনগণকে যেকোনো ধরনের অপরাধমূলক বা সন্দেহজনক তথ্য আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
এদিকে স্থানীয় সচেতন মহলের অভিমত, এ ধরনের কঠোর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকলে লালমোহন উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে এবং একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিআলো/তুরাগ



