• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ছাত্রলীগকে নিষিদ্ধ করায় ডেমরায় বিএনপির আনন্দ মিছিল 

     dailybangla 
    24th Oct 2024 5:21 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ছাত্রলীগকে নিষিদ্ধ করায় ঢাকা মহানগর দক্ষিণ ডেমরার স্টাফ কোয়ার্টারে আনন্দ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।

    আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে রাজধানীর ডেমরা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে এ আনন্দ মিছিল
    অনুষ্ঠিত হয়েছে।

    নেতাকর্মীরা বলেন, বিগত ১৭ বছর ধরে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে ছাত্রলীগ সন্ত্রাসী কর্মকাণ্ডে পুরো বাংলাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার মধ্য দিয়ে দেশের শিক্ষাঙ্গণ সন্ত্রাসমুক্ত হতে যাচ্ছে।দেশে আর যেন কোন সন্ত্রাসী কর্মকান্ড কেউ চালাতে না পারে,এই বিষয়ে পুরো দেশবাসীকে সজাগ থাকতে হবে।

    নেতাকর্মীরা আরও বলেন, ছাত্রলীগের জুলুম-হত্যা-নির্যাতন-ধর্ষন-সন্ত্রাসী কার্যকলাপ এবং বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণআন্দোলনে ছাত্র-জনতা ভাইদের গুলি করে হত্যা করার দায়ে অন্তর্বতী কালীন সরকারের নির্দেশে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষনা করা হয়। নিষিদ্ধ করার সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়ায় অন্তবর্তীন সরকারকে ধন্যবাদ জানিয়ে ঢাকা- ৫ আসনের সমন্বয়ক আলহাজ্ব নবী উল্লাহ নবীর তত্বাবধানে ডেমরা থানা বিএনপির প্রস্তাবিত কমিটির সভাপতি এস এম রেজা চৌধুরী সেলিম ও সাধারণ সম্পাদক আনিসুজ্জামান এর নেতৃত্বে এ আনন্দ মিছিল করছেন তারা।

    এসময় আরও উপস্থিত ছিলেন ডেমরা থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও ডেমরা থানা বিএনপি নেতা মনির হোসেন খান,আওলাদ হোসেন, ফারুক আহমেদ সাদু,৬৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুর হোসেন ভুঁইয়া, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তালুকদার,৬৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মোঃ দুলাল ভুইঁয়া,৬৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম সারোয়ার লিটন,সাধারণ সম্পাদক জাকির হোসেন খান,৬৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল হাই,৭০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ গরিব উল্লাহ,সাধারণ সম্পাদক আবু নোমান বেপারী,ডেমরা থানা যুবনেতা ডাঃ রফিকুল ইসলাম,হাবিবুর রহমান,মোঃ মনির মুন্সি,রাসেল খান রাকিব,মোঃ প্রকাশ হক,ঢাকা মহানগর দক্ষিন ছাত্রদলের যুগ্ম আহবায়ক রুবেল আহমেদ রানা,ডেমরা থানা ছাত্রদলের আহবায়ক মাসুদ রানা,থানা সদস্য সচিব তৌফিকুর রহমান শাওন,সিনিয়র যুগ্ম আহবায়ক মহারাজ মোঃ সাগর,থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শওকত আকবর,সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম মানিক,শ্রমিক দলের সদস্য সচিব মাজহারুল আনোয়ার,কৃষক দলের আহবায়ক মোঃ শ্যামল সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

    উল্লেখ্য আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম ছাত্রসংগঠন ছাত্রলীগকে গতকাল বুধবার (২৩ অক্টোবর) রাতে অন্তর্বর্তী সরকার নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930