নিষেধাজ্ঞার মধ্যে ইলিশ শিকার করলে কঠোর শাস্তির হুঁশিয়ারি চাঁদপুর পুলিশ সুপারের
সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর: মা ইলিশ রক্ষায় ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন পদ্মা-মেঘনা নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে। এ সময়ে কেউ মা ইলিশ শিকার বা ক্রয়-বিক্রয়ে জড়িত হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম।
শনিবার (৪ অক্টোবর) সকালে শহরের তিন নদীর মোহনা মোলহেডে মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে আয়োজিত জেলেদের সঙ্গে মতবিনিময় সভায় পুলিশ সুপার এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, নিষেধাজ্ঞা উপেক্ষা করে কেউ মা ইলিশ নিধন করলে তাকে আইনের আওতায় আনা হবে এবং আর্থিক জরিমানা করা হবে।
তিনি আরও বলেন, ইলিশের জন্যই চাঁদপুর সারা দেশে পরিচিত। মা ইলিশকে নিরাপদে ডিম ছাড়তে না দিলে ভবিষ্যতে উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাই মা ইলিশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। এই নিষেধাজ্ঞা শুধু শাস্তির জন্য নয়, বরং জেলেদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য। আজ যদি আমরা মা ইলিশ রক্ষা করি, আগামী দিনে আরও বেশি ইলিশ পাওয়া যাবে এবং উপকৃত হবেন জেলেরা নিজেরাই।
মুহম্মদ আব্দুর রকিব আরও বলেন, আইন অমান্য করলে মৎস্য সংরক্ষণ আইনে শাস্তির বিধান রয়েছে। তবে জেলেদের সহায়তায় সরকার খাদ্য সহায়তা ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচি গ্রহণ করেছে।
তিনি বলেন, আগামী ২২ দিন মা ইলিশ ধরা বন্ধ থাকলে এর সুফল আপনারাই পাবেন। তাই সরকার নির্ধারিত সময়ে নদীতে কেউ জাল ফেলবেন না—এটাই হোক সবার অঙ্গীকার। এছাড়া অভিযান চলাকালে জেলেরা যাতে মাছ শিকারে না নামে সে বিষয়েও নির্দেশনা দেন তিনি।
মতবিনিময় সভায় জেলা প্রশাসন, জেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা এবং স্থানীয় জেলেরা উপস্থিত ছিলেন।
বিআলো/তুরাগ