নীরবতায় কাজ করা এক সমাজসেবীর গল্প, পাহাড়-সমতলের মানবিক সেতু অজিত কুমার তনচংগ্যা
আবদুল হাই খোকন : পাহাড়ের দুর্গম পথ পেরিয়ে মানুষের পাশে দাঁড়ানো এক নির্ভরতার নাম অজিত কুমার তনচংগ্যা সবার কাছে পরিচিত অজিত দা। কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের সাপছড়ি উপর পাড়ার এই মানুষটি আজ পাহাড়ি ও বাঙালি উভয় জনগোষ্ঠীর কাছেই মানবিকতার প্রতীক।
১৯৭০ সালে জন্ম নেওয়া অজিত কুমার তনচংগ্যা শৈশব থেকেই সমাজ ও মানুষের দুঃখ-কষ্ট খুব কাছ থেকে দেখেছেন। পিতা শ্লোক ধন তনচংগ্যার কাছ থেকে পাওয়া মানবিক শিক্ষাই তাকে গড়ে তুলেছে মানুষের জন্য কাজ করা এক নীরব যোদ্ধা হিসেবে। পদ-পদবি নয় মানুষের কল্যাণই তার মূল পরিচয়।
বর্তমানে তিনি বাংলাদেশ তনচংগ্যা কল্যাণ সংস্থার কাপ্তাই অঞ্চলের সভাপতি, ওয়াগ্গা সাপছড়ি বৌদ্ধবিহারের সভাপতি, শ্মশান রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কমিটির দায়িত্বে থাকা সহ একাধিক সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে সক্রিয় ভূমিকা রাখছেন। কাপ্তাই ছাড়িয়ে রাঙ্গামাটির ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে তিনি এক পরিচিত ও গ্রহণযোগ্য মুখ। অজিতের বিশ্বাস, পরিচয়ের আগে মানুষ, ধর্মের আগে মানবতা।
সেই দর্শনই তাকে বানিয়েছে পাহাড় ও সমতলের মাঝে এক জীবন্ত সেতুবন্ধন। আলোচনার আড়ালে থেকে নিঃশব্দে মানুষের পাশে দাঁড়ানো এই মানুষটি আজও মানবিকতার অনন্য উদাহরণ হয়ে আছেন।
বিআলো/আমিনা



