নীলফামারীতে নদীর বালু চুরির দায়ে ব্যবসায়ীকে ৫০ হাজার
নাজমুল হুদা, নীলফামারী: নীলফামারী সদরের লক্ষিচাপে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের দায়ে মাসুম ইসলাম (৪৫) নামে এক বালু ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। জরিমানা অনাদায়ে তাকে ৭ দিনের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।
মাসুম ইসলাম লক্ষিচাপ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আকাশকুড়ী গ্রামের বাসিন্দা।
রোববার দুপুরে নীলফামারী সদর উপজেলার লক্ষিচাপ ইউনিয়নের শীশাতলী বাজার এলাকায় দেওনাই নদী থেকে দুটি ট্রাক্টরে অবৈধভাবে বালু উত্তোলনের সময় তাকে ধরা হয়। অভিযানে তার বালু ভর্তি ট্রাক্টরও জব্দ করা হয় এবং নীলফামারী সদর উপজেলায় নিয়ে আসা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নীলফামারী সদর সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মলি আক্তার। তিনি সাংবাদিকদের বলেন, ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাসুম ইসলামকে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের অপরাধে জরিমানা করা হয়েছে। অভিযানে নীলফামারী সদর থানা পুলিশ সহযোগিতা করেছেন।
বিআলো/তুরাগ



