• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
  • About Us
  • Disclaimer
  • Privacy Policy
    • ঢাকা, বাংলাদেশ

    নীল রঙে আলোকিত “স্বপ্নজয়ী সম্মাননা উদ্যোক্তা মিটআপ ২০২৫” 

     dailybangla 
    04th Oct 2025 9:40 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মগবাজারে এক ঝলমলে আয়োজনে শনিবার বিকাল ৪টায় অনুষ্ঠিত হলো বহুল আলোচিত “দিয়ামনি ই-কমিউনিকেশন স্বপ্নজয়ী সম্মাননা উদ্যোক্তা মিটআপ ২০২৫”।

    অনুষ্ঠানটির আয়োজন করে দিয়ামনি ই-কমিউনিকেশন এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিল পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন। উদ্যোক্তা, মিডিয়া ব্যক্তিত্ব, শিল্পী, সাংবাদিক এবং নারী উদ্যোক্তাদের অবদানের স্বীকৃতি দিতে এই বর্ণাঢ্য মঞ্চায়ন হয়ে ওঠে এক অনন্য সম্মিলন।

    মঞ্চে ছড়ানো ছিল নীল রঙের সমারোহ—কেউ নীল শাড়িতে, কেউবা নীল পাঞ্জাবিতে। সেই বিশেষ নীল আভা পুরো অনুষ্ঠানে এনে দেয় অনন্য আবেশ, যা অতিথি ও দর্শকদের চোখে রূপ নেয় এক অপূর্ব উৎসবে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যকার ও নির্মাতা জিনাত হাকিম, সফল নারী উদ্যোক্তা চন্দা মাহজাবীন, এটিএন বাংলার অনুষ্ঠান উপদেষ্টা তাশিক আহমেদ, সাংবাদিক লাবন্য লিপি, শিল্প উদ্যোক্তা মাহমুদুল হাসান খান মামুন, মো. রাকিবুল হাসান, প্রিয়াংকা জামান প্রমুখ। সঞ্চালনা করেন মো. ইকরামুল হক ভূঁইয়া।

    দিয়ামনি ই-কমিউনিকেশনের চেয়ারম্যান মনিরুজ্জামান অপূর্ব বলেন, “গুণীজনদের স্বীকৃতি শুধু তাদের নয়, নতুন প্রজন্মের জন্যও অনুপ্রেরণা। আমরা দেশজুড়ে তরুণদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আগামীতে আন্তর্জাতিক অঙ্গনেও এই সম্মাননা প্রসারিত করতে চাই।”

    সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ যোগ করেন, “আমরা নতুন উদ্যোক্তাদের সাহস দেই এবং অভিজ্ঞদের প্রাপ্য সম্মান নিশ্চিত করি। প্রশিক্ষণ, ব্যবসা সম্প্রসারণ এবং আইনি সহায়তার মাধ্যমে উদ্যোক্তাদের সবসময় সহযোগিতা করে যাব।”

    এবারের আয়োজনে “স্বপ্নজয়ী সম্মাননা ২০২৫” পান নাট্য অভিনেতা আজিজুল হাকিম, নাট্যকার ও নির্মাতা জিনাত হাকিম, নারী উদ্যোক্তা চন্দা মাহজাবীন, এটিএন বাংলার উপদেষ্টা তাশিক আহমেদ, সাংবাদিক লাবন্য লিপি, শিল্প উদ্যোক্তা মাহমুদুল হাসান খান মামুন, রত্নগর্ভা মা মনোয়ারা মনি, ডিবিসি নিউজের শাফায়েত হোসেন, চ্যানেল ২৪ এর সাংবাদিক গাজী আনিস, এটিএন বাংলার প্রেজেন্টার ভাবনা আহমেদ, এটিএন নিউজের উপস্থাপক মাশায়েখ শশী, চ্যানেল আইয়ের সিনিয়র ক্যামেরাপার্সন মামুনুর রশিদ, জিটিভির রিপোর্টার শাহরিয়ার হাসান, আইনজীবী মনিয়ারা খানম, নারী উদ্যোক্তা তানিয়া শারমিন, রোমানা আফরোজা, ফারজানা বাতেন, রেজওয়ানা হাসান বিনু, ব্যবসায়ী দায়ান দায়েম ও মো. রাকিবুল হাসানসহ আরও অনেক গুণীজন।

    বিভিন্ন ক্ষেত্রে আলো ছড়ানো এই সম্মানিত উদ্যোক্তা ও গুণীজনদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে আয়োজনটি হয়ে ওঠে দেশের উদ্যোক্তা অঙ্গনের প্রেরণাদায়ী এক উৎসব।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031