নুরের ওপর হামলা দেশের গণতন্ত্র ধ্বংসের নীলনকশা: মুফতি বিন নুরি
নিজস্ব প্রতিবেদক: গণধিকার পরিষদের নেতা নুরুল হক নুরের ওপর হামলার নিন্দা জানিয়ে প্রখ্যাত মুহাদ্দিস, তাহাফফুজে খতমে নবুওয়াত পরিষদের চেয়ারম্যান ও ইকামতে ইসলাম আন্দোলনের প্রতিষ্ঠাতা মুফতি মাহবুবুর রহমান বিন নুরি বলেছেন, এটি জুলাই বিপ্লবের চেতনাকে নস্যাত করার এক অসুভ ষড়যন্ত্র।
শুক্রবার (২৯ আগস্ট) পল্টনে সংঘটিত এই হামলার প্রতিবাদে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, “নুরুল হক নুরের ওপর ফ্যাসিবাদী চক্রের নেক্কারজনক আক্রমণ দেশের স্বাধীনতা ও গণতন্ত্রপন্থী আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা।”
তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী ফ্যাসিস্ট লীগের তাবেদার পুলিশ ও সেনাবাহিনীর কিছু সদস্য পরিকল্পিতভাবে ভিপি নুরকে রক্তাক্ত করে দেশকে আবারও অস্থিতিশীল করার মাধ্যমে প্রতিবেশী দেশের এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত।
মুফতি মাহবুবুর রহমান বিন নুরি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “এ ধরনের হামলা প্রমাণ করে যে, সরকারের পৃষ্ঠপোষকতায় গোষ্ঠীগত সন্ত্রাস চলছে। হামলাকারীদের দ্রুত খুঁজে বের করে বিচারের আওতায় আনা জরুরি।”
বিআলো/তুরাগ