নুরের শারীরিক অবস্থা ভালো নয়, বিদেশে নেওয়ার প্রস্তুতি
dailybangla
04th Sep 2025 2:23 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থা এখনো আশঙ্কাজনক। তার নাক থেকে রক্তক্ষরণ বন্ধ হয়নি বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের প্রশাসনিক ব্লকের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
রাশেদ খান বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে নুর ভাইকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এক সপ্তাহের মধ্যেই তাকে দেশের বাইরে নেওয়া হবে।
এ সময় তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও উপদেষ্টাদের ধন্যবাদ জানান, যারা হাসপাতালে নুরকে দেখতে গিয়েছেন।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর যেসব সদস্য এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
বিআলো/এফএইচএস