নুর কে আহত করায় সর্বদলীয় বিক্ষোভ মিছিল করছে: গণধিকার
রাজধানীতে ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে মাগুরায় গণঅধিকার পরিষদের বিক্ষোভ
এস এম শিমুল রানা, মাগুরা প্রতিনিধি: রাজধানীতে জাতীয় গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ দলীয় নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদ।
শনিবার (৩০ আগস্ট) দুপুর ১২টার দিকে মাগুরা সরকারি কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ভায়নার মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা হামলার প্রতিবাদ জানিয়ে দোষীদের বিচার দাবি করেন।
মিছিলে নেতৃত্ব দেন মাগুরা জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মোঃ ওবায়দুল্লাহ বিন হাফিজার। তিনি বলেন, “গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর বর্বর হামলার তীব্র নিন্দা জানাই। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
বিক্ষোভে আরও উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদ মাগুরা জেলার সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ও রাজিব মোল্লা, গণঅধিকার পরিষদ জেলার স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডাঃ খলিলুর রহমান, মাগুরা সদর বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাহমুদুল হাসান রমজান, বাংলাদেশ খেলাফত মজলিস মাগুরা জেলা শাখার সভাপতি মাওলানা মনিরুল ইসলাম ও সহ-সভাপতি ডা. মাওলানা ফয়জুল ইসলাম।
এছাড়া বিক্ষোভে যোগ দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মাগুরা জেলা শাখার সাবেক আহ্বায়ক ইঞ্জিনিয়ার সেলিম হোসাইন ও সাবেক মুখ্য সংগঠক মোঃ রকিবুল ইসলাম, বাংলাদেশ মাগুরা জেলা শাখার দেলোয়ার হোসেন দৌলত পড়য়া, গণঅধিকার পরিষদ মাগুরা সদর উপজেলার সভাপতি মোঃ শামসুল আরেফিন, শ্রমিক অধিকার পরিষদ জেলা শাখার সহ-সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন মাগুরা পৌরসভার সহ-সভাপতি ইমামুল হোসেন ইলাম, ইসলামী আন্দোলন মাগুরা জেলা শাখার সহ-অর্থ সম্পাদক এইচএম আরাফাত হোসেন এবং ইসলামী আন্দোলনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুক্ত ওসমান গনি সাঈফি।
বিক্ষোভ মিছিলে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
বিআলো/তুরাগ