নেইমারের বিশ্বকাপ ভাগ্য ঝুলে রইল পারফরম্যান্সের ওপর
স্পোর্টস ডেস্ক: ব্রাজিলের গত তিন বিশ্বকাপে কেন্দ্রীয় তারকা ছিলেন নেইমার। কিন্তু ২০২৩ সালের পর ইনজুরিতে মাঠের বাইরে থাকায় এবার প্রশ্ন উঠছে- ২০২৬ বিশ্বকাপে তাকে কি দলে রাখা হবে?
ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তি জানিয়ে দিয়েছেন, নেইমার আর অটো চয়েস নন; দলে জায়গা পেতে হলে তাকে প্রমাণ করতে হবে নিজের যোগ্যতা।
ওয়াশিংটন ডিসিতে বিশ্বকাপ ড্র অনুষ্ঠান শেষে তিনি বলেন, নেইমারসহ সব খেলোয়াড়ের ক্ষেত্রেই একই মানদণ্ড প্রযোজ্য- নাম বা সুনাম নয়, গুরুত্ব পাবে বর্তমান পারফরম্যান্স। মার্চের ফিফা সূচির পর চূড়ান্ত স্কোয়াড নিয়ে সিদ্ধান্ত হবে।
আনচেলোত্তির ভাষায়, “আমরা এখন ডিসেম্বর মাসে আছি। বিশ্বকাপ জুনে। দল ঘোষণা করব মে মাসে। নেইমার যদি ফিট থাকে এবং অন্যদের চেয়ে ভালো পারফরম্যান্স দেখায়, তাহলে অবশ্যই সে খেলবে। কারও প্রতি আমার কোনো দায় নেই।”
দীর্ঘ ইনজুরির কারণে নেইমারের ২০২৬ বিশ্বকাপে খেলার সম্ভাবনাই এখন অনিশ্চিত। তবে কোচের মতে ব্রাজিলের ফোকাস গোটা দলকে ঘিরে; গ্রুপ সিতে মরক্কো, স্কটল্যান্ড ও হাইতির বিপক্ষে প্রতিটি ম্যাচই কঠিন চ্যালেঞ্জ।
বিআলো/শিলি



