• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নেত্রকোণায় ওপেন হাউস ডে” সভা অনুষ্ঠিত 

     dailybangla 
    13th Mar 2025 11:14 pm  |  অনলাইন সংস্করণ

    সুপ্রিয় সরকার রাজু,নেত্রকোণা: আজ বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫ নেত্রকোণা মডেল থানার উদ্যোগে নেত্রকোণা সদর উপজেলার ০৯ নং চল্লিশা ইউপির মোক্তাল হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে ” আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় এবং ওপেন হাউস ডে” সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, নেত্রকোণা মির্জা সায়েম মাহমুদ পিপিএম । সভায় সভাপতিত্ব করেন কাজী শাহনেওয়াজ , অফিসার ইনচার্জ, নেত্রকোণা মডেল থানা।

    উক্ত ” আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় এবং ওপেন হাউস ডে” সভায় নেত্রকোণা সদর উপজেলার ০৯নং চল্লিশা ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। চল্লিশা ইউনিয়নের সর্বস্তরের মানুষ ইউনিয়নে সংঘটিত বিভিন্ন অপরাধের চিত্র তুলে ধরেন। মাদক, জুয়া, ইভটিজিং, জমি-জমা বিরোধ এবং সমাজ বিরোধী বিভিন্ন বিষয় তুলে ধরেন। সর্বপ্রকার সামাজিক অপরাধ নিরসনে সর্বাত্মক পুলিশের পাশে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় ঐক্যমত প্রকাশ করেন।

    পুলিশ সুপার বলেন, অপরাধ নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা বাহিনী খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বলেন, অপরাধ নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদক, জুয়া, চুরি, কিশোর গ্যাং এবং অন্যান্য সকল সামাজিক অপরাধ নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশে সমাজের সচেতন মানুষের সামাজিক আন্দোলনে অংশীদার হতে হবে। গ্রাম পুলিশ যারা আছে, তারা গ্রামের সকল বিষয় সম্পর্কে অবগত থাকে। তারা বিভিন্ন সমস্যা, অপরাধের তথ্য পুলিশকে দিলে পুলিশের কাজ অনেক সহজ হয়। অপরাধ সম্পর্কে আপনারা পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন। সাধারণ মানুষ যাতে শান্তিপূর্ণ ভাবে সমাজে বসবাস করতে পারে, সেটা নিশ্চিত করাই পুলিশের লক্ষ্য। নেত্রকোণা জেলায় আসন্ন ট্রেইনি রিক্রুট কনস্টবল পদে লোক নিয়োগ শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে হবে উল্লেখ করেন। একটি সমাজ পুলিশ ছাড়া ভালো থাকতে পারে না। কাজ করতে গেলে ভুল হয়। অনেক সদস্যের অনিচ্ছাকৃত কিছু ভুল হতে পারে। আমার দরজা সবসময় খোলা, যে কোন প্রয়োজনে আপনারা আমাকে পাবেন।

    এ সময় সহকারি পুলিশ সুপার (শিক্ষানবিস) মোঃ পারভেজ আলম, ইন্সপেক্টর (তদন্ত) চম্পক দাম, চল্লিশা ইউনিয়নের বিট অফিসার এসআই(নিঃ)/মোঃ ফজলুল করিম, ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031