নেত্রকোণায় নবাগত পুলিশ সুপারের যোগদান
সুপ্রিয় সরকার রাজু, নেত্রকোণা: নেত্রকোণা জেলায় গত রবিবার (২২ সেপ্টেম্বর) নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেন মির্জা সায়েম মাহমুদ পিপিএম। তিনি জেলার সদ্য বিদায়ী পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ পিপিএম-সেবা কাছ হতে দায়িত্বভার গ্রহণ করেন।
মির্জা সায়েম মাহমুদ পিপিএম ১৯৮২ সালের ২৬ এপ্রিল চুয়াডাঙ্গায় জন্মগ্রহণ করেন। তিনি চুয়াডাঙ্গা একাডেমি হাইস্কুল হতে ১৯৯৭ সালে বিজ্ঞান বিভাগে কৃতিত্বের সঙ্গে এসএসসি এবং ১৯৯৯ সালে চুয়াডাঙ্গা সরকারী কলেজ হতে ব্যবসা প্রশাসন থেকে এইচএসসি পাশ করেন। তিনি ২০০৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বিবিএ মার্কেটিং ও ২০০৫ সালে এমবিএ মার্কেটিং পাশ করেন। তিনি ২০০৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে এমপিএস মাস্টার্স অফ পুলিশ সাইন্স পাশ করেন। তিনি ২০০৮ সালের ১৬ নভেম্বর ২৭তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
তিনি ইতোপূর্বে সাফল্য ও কৃতিত্বের সঙ্গে খুলনা মেট্রোপলিটন পুলিশ, আর.আর.এফ চট্টগ্রাম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ২০১৪-১৫, এন্টি টেররিজম ইউনিট, ঢাকায় কর্মরত ছিলেন। এছাড়াও তিনি চাকরি জীবনে সাফল্যের সঙ্গে দেশ ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ সম্পন্ন করেন। বীরত্ব ও কৃতিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য ২০১৮ সালে তিনি বাংলাদেশ পুলিশের পিপিএম পদক, অর্জন করেন। ব্যক্তি জীবনে তিনি বিবাহিত ও দুই কন্যা সন্তানের জনক।
বিআলো/তুরাগ