• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নেপালে জেন জি বিক্ষোভ: রাজধানী ধ্বংসস্তূপ, ২ দিনেই ২০ হাজার কোটি রুপির ক্ষয়ক্ষতি 

     dailybangla 
    11th Sep 2025 11:59 pm  |  অনলাইন সংস্করণ

    অগ্নিকাণ্ডে ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রীয় ভবন ও ঐতিহ্য, রাষ্ট্র অচল
    মৃত্যু ও মানবিক বিপর্যয়: নিহত ৩৪, আহত কয়েক হাজার

    আন্তর্জাতিক ডেস্ক: নেপালে জেন জি প্রজন্মের নেতৃত্বে বিক্ষোভ ভয়াবহ সহিংসতায় রূপ নিয়েছে। মাত্র দুই দিনে সরকারি অবকাঠামোর ক্ষতি দাঁড়িয়েছে প্রায় ২০০ বিলিয়ন রুপি। আগুনে পুড়ে গেছে সিংহ দরবার, পার্লামেন্ট ভবন ও সুপ্রিম কোর্টসহ বহু প্রশাসনিক স্থাপনা। অমূল্য ঐতিহাসিক নথি ও দলিল মুহূর্তেই ছাই হয়ে গেছে।

    রাজধানী কাঠমান্ডুই সবচেয়ে ক্ষতিগ্রস্ত, তবে পোখারা, ইটাহারি, জনকপুর, ধানগড়ি ও বিরাটনগরেও সরকারি দপ্তর, প্রাদেশিক পরিষদ, কারাগার, থানা ও পৌরসভা অফিসে অগ্নিসংযোগ হয়েছে। শুধু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নয়—রাজনৈতিক নেতাদের বাড়িঘর, ব্যবসায়ী কমপ্লেক্স, গণমাধ্যম অফিস, গাড়ির শোরুমও ধ্বংসযজ্ঞের শিকার।

    সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে, আহত হয়েছেন কয়েক হাজার। হাসপাতালগুলোতে জায়গা নেই, শহরজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

    এ অবস্থায় রাষ্ট্রীয় কার্যক্রম কার্যত ভেঙে পড়েছে। সুপ্রিম কোর্ট তাঁবুর নিচে কার্যক্রম চালাচ্ছে, সংসদ অধিবেশন কোথায় বসবে তা অনিশ্চিত। কর্মকর্তারা বলছেন, মন্ত্রিসভার বৈঠক করার মতো অক্ষত ভবনও অবশিষ্ট নেই।

    নগর উন্নয়ন মন্ত্রণালয়ের হিসাবে ২০০ বিলিয়ন রুপির ক্ষতির হিসাব প্রাথমিক মাত্র। পুনর্গঠন শেষে ব্যয় আরও বহুগুণ বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930