• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নৈতিক শিক্ষাকে গুরুত্ব দিয়ে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার আহ্বান- মইনুদ্দিন আহমাদ 

     অনলাইন ডেক্স 
    13th Dec 2025 5:24 pm  |  অনলাইন সংস্করণ

    মো. মনির হোসেন, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের আদর্শ স্কুলের অডিটোরিয়ামে হিফজুল কোরআন একাডেমির দ্বিতীয় হিফয সমাপনী অ্যাওয়ার্ড-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সকালে আয়োজিত এ অনুষ্ঠানে নৈতিক শিক্ষাকে গুরুত্ব দিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ।

    প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, নতুন প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই। তিনি বলেন, “নতুন বাংলাদেশ গড়তে হলে সবাইকে একত্র হয়ে নৈতিক শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। দেশ ভালো থাকলে আমরাও ভালো থাকবো।”

    মাদরাসা শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এক সময় মাদরাসায় শিক্ষার্থী সংখ্যা কম ছিল। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। তিনি তুরস্ক ও মিশরের উদাহরণ টেনে বলেন, সেসব দেশের মন্ত্রী ও উচ্চপদস্থ ব্যক্তিরা শিশুদের সঙ্গে কোরআন তেলাওয়াত করেন ও শুনেন। অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা মাদরাসায় পড়লে কখনো ঠকে যাবেন না। একজন হাফেজ ১০ জন নিকটাত্মীয়কে জান্নাতে নিয়ে যাবে।” তিনি আরও বলেন, মাদরাসার শিক্ষার্থীরাও ভবিষ্যতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, জজ ও ব্যারিস্টার হতে পারে। পাশাপাশি তিনি শিক্ষকদের যথাযথভাবে শিক্ষা পরিচর্যার দায়িত্ব পালনের আহ্বান জানান।

    হিফজুল কোরআন একাডেমির পরিচালক ও সভাপতি হাফেজ মাওলানা মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিটিভি ও বাংলাদেশ বেতারের আলোচক হযরত মাওলানা শাইখ জামাল উদ্দিন। তিনি বলেন, “কোরআনের প্রথম হাফেজ আল্লাহ তায়ালা নিজে, দ্বিতীয় হাফেজ হযরত জিবরাইল (আঃ) এবং তৃতীয় হাফেজ হযরত মুহাম্মদ (সাঃ)। কোরআন ব্যতীত অন্য কোনো ধর্মে হাফেজ নেই।” তিনি কোরআনের আলোকে ইহকাল ও পরকাল বিষয়ে আলোচনা করেন।

    অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন ইসলামিক নাশিদ শিল্পী, গীতিকার ও সুরকার মশিউর রহমান। তার পরিবেশনায় অডিটোরিয়াম মুখরিত হয়ে ওঠে।

    বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুন-নূরাঈন আল ইসলামিয়া মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মামুনুর রশিদ এবং কুরআনিক সাইন্স মডেল মাদরাসার প্রিন্সিপাল অধ্যাপক মুফতি আবদুল হালিম।

    অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ আতাউল্লাহ খান। অভিভাবকদের পক্ষ থেকে নাশিদ পরিবেশন করেন শিল্পী আনিসুজ্জামান।

    এছাড়াও বক্তব্য রাখেন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মুহাম্মদ আবু সুফিয়ান, আদর্শ স্কুলের শিক্ষক মাওলানা নুরুল ইসলাম, হাফেজ মাওলানা কামরুল হোসাইন, নারায়ণগঞ্জ জামায়াতে ইসলামীর পূর্ব থানার আমীর মাওলানা হাবিবুর রহমান এবং তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা নারায়ণগঞ্জ শাখার পরিচালক ইকবাল হোসাইন।

    অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি ও সভাপতির হাতে হিফয সমাপনকারী শিক্ষার্থীদের পাগড়ী পরিয়ে দেওয়া হয়। সমাপনী শিক্ষার্থীদের সবক (শেষ পাঠ) পড়ান হাফেজ মাওলানা মামুনুর রশিদ।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031