নোয়াখালীতে বিরল প্রজাতির জলঢোরা সাপ উদ্ধার
dailybangla
30th Jun 2025 11:26 am | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীরতে বিরল প্রজাতির লিউসিস্টিক জলঢোরা সাপ উদ্ধার করেছে ওয়াইল্ড লাইফ এন্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ (ডব্লিউএসআরটিবিডি)।
রোববার (২৯ জুন) দুপুর ২টার দিকে নোয়াখালী সদর উপজেলার উত্তর সোনাপুর এলাকার কারামতিয়া কামিল মাদ্রাসাসংলগ্ন জেলা পরিষদ কলোনি থেকে সাপটি উদ্ধার করেন ডব্লিউএসআরটিবিডি এর শিক্ষানবিশ সদস্য জুনায়েদ।
এ বিষয়ে ওয়াইল্ড লাইফ এন্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশের (ডব্লিউএসআরটিবিডি) যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম নিলয় জানান, সাপটি বাংলাদেশে প্রাপ্ত সাধারণ জলঢোরা সাপ। লিউসিজম নামক জেনেটিক্যাল ডিজওর্ডারের কারণে এটি সাদা বর্ণ ধারণ করে।
বিআলো/শিলি