নোয়াখালীতে যাত্রা শুরু করলো ওমেন্স ওয়েলফেয়ার ক্লাব
সাজ্জাদুল ইসলাম, সোনাইমুড়ী (নোয়াখালী): নোয়াখালীতে নানা আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে ডাঃ মোস্তফা–হাজেরা ফাউন্ডেশনের অঙ্গসংগঠন ‘ওমেন্স ওয়েলফেয়ার ক্লাব’। বুধবার (২৪ ডিসেম্বর) সকালে সোনাইমুড়ী উপজেলার দেউটি ইউনিয়নে অবস্থিত ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয়ে এ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোস্তফা–হাজেরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হাজেরা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ক্যাপ্টেন এ.কে.এম. গোলাম কিবরিয়া, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক গোলাম মর্তুজা, সোমপাড়া ডিগ্রি কলেজের প্রভাষক শাহনাজ আক্তার, বালিয়াধর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ নাজমা আক্তারসহ আরও অনেকে।
উদ্বোধনী অনুষ্ঠানে দেউটি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিভিন্ন বয়সী নারীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা নারীর অধিকার, নারীর মর্যাদা, নারী শিক্ষা, নারীর ক্ষমতায়নসহ সমাজে নারীর ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
আলোচনা শেষে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় কয়েকজন নারীকে ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়। পরে নারীদের সংবর্ধনা প্রদান করা হয় এবং আগ্রহী অংশগ্রহণকারীরা ওমেন্স ওয়েলফেয়ার ক্লাবের সদস্যপদ গ্রহণের জন্য মেম্বারশিপ ফর্ম পূরণ করেন। অনুষ্ঠান শেষে অতিথি ও অংশগ্রহণকারীদের মাঝে খাবার বিতরণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় এক ব্যতিক্রমধর্মী পিঠা উৎসব। আশপাশের বিভিন্ন বাড়ির নারীরা নিজেদের তৈরি নানা ধরনের পিঠা নিয়ে স্টল বসান। ফাউন্ডেশনের নেতৃবৃন্দ পিঠা মেলা পরিদর্শন করেন এবং পিঠা-পুলি আয়োজনে অংশগ্রহণকারী নারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানটি নারীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে এবং স্থানীয় নারীদের সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
বিআলো/ইমরান



