ফেনীর দাগনভূঞায় স্বামীকে কুপিয়ে হত্যা, স্ত্রী আটক
আবুল হাসনাত তুহিন, ফেনী প্রতিনিধি: ফেনীর দাগনভূঞা পৌরসভার জগতপুর গ্রামে দ্বিতীয় বিয়ের জেরে পারিবারিক কলহের কারণে স্ত্রী খালেদা ইয়াসমিন (৩২) স্বামী আলমগীর হোসেনকে (৪২) কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আলমগীর হোসেন ওই গ্রামের গফুর ভান্ডারীর ছেলে এবং পেশায় একজন গাড়িচালক। ২০০২ সালে খালেদা ইয়াসমিনের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে কলহ চলতে থাকে। একপর্যায়ে আলমগীর দ্বিতীয় বিয়ে করে ঢাকার নারায়ণগঞ্জে বসবাস শুরু করেন। এতে প্রথম স্ত্রী ইয়াসমিনকে ভরণপোষণ থেকে বঞ্চিত করা হয় এবং তাদের সম্পর্কে টানাপোড়েন আরও বেড়ে যায়।
আটক খালেদা ইয়াসমিন সাংবাদিকদের জানান, তার স্বামী নতুন বউয়ের সঙ্গে থাকতেন, তাকে ভরণপোষণ দিতেন না এবং সেদিন প্রথমে তাকে এলোপাতাড়ি মারধর করেন। ক্ষিপ্ত হয়ে তিনি স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। ইয়াসমিন আরও বলেন, “আমার ফাঁসি হলেও কোনো আপত্তি নেই।”
দাগনভূঞা থানার ওসি ওয়াহেদ ফারভেজ বলেন, ঘটনার পরপরই অভিযুক্ত স্ত্রীকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিআলো/তুরাগ