• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নৌপরিবহন উপদেষ্টার সাথে সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি ও অবকাঠামো মন্ত্রীর বৈঠক 

     dailybangla 
    04th Oct 2025 8:04 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি ও অবকাঠামো মন্ত্রী H.E. Suhail Mohamed Al Mazrouei-এর সাথে বৈঠক করেছেন। গত ০২ অক্টোবর ২০২৫ তারিখে দুবাইয়ে অনুষ্ঠিত এ বৈঠকটি উভয় দেশের জন্য গুরুত্বপূর্ণ অগ্রযাত্রার দ্বার উন্মোচন করে।

    বৈঠকে বাংলাদেশি নাগরিকদের সংযুক্ত আরব আমিরাতে কর্মসংস্থান সৃষ্টি, ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং বন্দর খাতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় ইউএই মন্ত্রী এডি পোর্টস ও ডিপি ওয়ার্ল্ডের চলমান ও সম্ভাব্য প্রকল্পগুলোর জন্য বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, এসব প্রকল্প বাস্তবায়িত হলে বিপুল সংখ্যক বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

    নৌপরিবহন উপদেষ্টা বৈঠকে সংযুক্ত আরব আমিরাতে ইতিমধ্যেই কর্মরত বাংলাদেশি শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত করার জন্য ইউএই সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বিশেষভাবে বাংলাদেশি নাবিকদের (Seafarers) ভিসা প্রক্রিয়া সহজীকরণের অনুরোধ জানান। জবাবে ইউএই মন্ত্রী আশ্বাস দিয়ে জানান যে বিষয়টি দ্রুততার সঙ্গে বিবেচনা করা হবে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

    এছাড়া উপদেষ্টা বাংলাদেশের মেরিন একাডেমির প্রশিক্ষকদের জন্য আধুনিক ও উন্নত প্রশিক্ষণ প্রদানে ইউএই সরকারের সহযোগিতা কামনা করেন। তিনি এ উদ্দেশ্যে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের প্রস্তাব দেন।

    বৈঠকে ড. এম. সাখাওয়াত হোসেন আসন্ন আইএমও কাউন্সিল নির্বাচনে (২০২৬-২০২৭ মেয়াদে) সি ক্যাটাগরিতে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থন কামনা করেন এবং এ বিষয়ে ইউএই ও অন্যান্য সদস্য রাষ্ট্রের সহযোগিতা প্রত্যাশা করেন।

    বৈঠকের শেষে উভয় পক্ষই বন্ধুপ্রতীম বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের বিদ্যমান সম্পর্ক আরও সুদৃঢ় ও পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা ব্যক্ত করেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031