ন্যাটোর দায়িত্ব নিয়ে কঠোর অবস্থানে ওয়াশিংটন
আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ২০২৭ সালের মধ্যেই ন্যাটোর প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থার বড় অংশ ইউরোপকে নিজ দায়িত্বে পরিচালনার জন্য প্রস্তুত হওয়ার কঠোর বার্তা দিয়েছে। ওয়াশিংটনে ইউরোপীয় কূটনীতিকদের সঙ্গে এক বৈঠকে পেন্টাগনের কর্মকর্তারা এ অবস্থান স্পষ্ট করেন বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।
বৈঠকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেন, রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর ইউরোপীয় দেশগুলো অতিরিক্ত সামরিক সক্ষমতা উন্নয়নের ক্ষেত্রে প্রত্যাশিত অগ্রগতি দেখাতে পারেনি।
তাদের ভাষ্য, ২০২৭ সালের মধ্যে ইউরোপ যথেষ্ট সক্ষমতা অর্জন করতে না পারলে ন্যাটোর কিছু সমন্বয় কাঠামো থেকে যুক্তরাষ্ট্র অংশগ্রহণ কমিয়ে আনতে পারে।
ইউরোপীয় কূটনীতিকেরা সময়সীমাকে অবাস্তব উল্লেখ করে বলেন, যুক্তরাষ্ট্রের উন্নত গোয়েন্দা ও নজরদারি প্রযুক্তি স্বল্প সময়ে প্রতিস্থাপন করা সম্ভব নয়। অস্ত্র উৎপাদনে ব্যাকলগ, যুক্তরাষ্ট্রনির্ভর সরবরাহব্যবস্থা এবং দীর্ঘ ডেলিভারি সময় পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে।
ন্যাটো মুখপাত্র অবশ্য জানিয়েছেন, জোট কোনো আনুষ্ঠানিক সময়সীমা দেয়নি। তবে ইউরোপীয় রাষ্ট্রগুলো নিজেদের প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর ও যুক্তরাষ্ট্রনির্ভরতা কমানোর উদ্যোগ নিয়েছে।
অন্যদিকে ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরেই ইউরোপকে প্রতিরক্ষা খাতে বেশি ব্যয়ের জন্য চাপ দিয়ে আসছে।
সাম্প্রতিক সময়ে ট্রাম্পের অবস্থান ন্যাটো, রাশিয়া-ইউক্রেন ইস্যু ও ইউরোপের অংশগ্রহণ নিয়ে পরিবর্তনশীল থাকায় ইউরোপীয় দেশগুলো উদ্বেগ প্রকাশ করছে।
বিআলো/শিলি



