• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, আহত ২- নিখোঁজ ১ 

     dailybangla 
    25th Jul 2025 5:47 pm  |  অনলাইন সংস্করণ

    আজমির মিশু, ফেনী: ফেনীর পরশুরাম উপজেলার বাঁশপদুয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে জাকির হোসেন মিল্লাত (২০) নামে একজন বাংলাদেশি যুবক নিহত হয়েছে।

    নিহত মিল্লাত পরশুরাম পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের বাঁশপদুয়া গ্রামের ইউসুফের ছেলে। এই সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন আফসার (৩২) এবং লিটন (৪২) নামের আরো ২ জন। আহত আফসার (৩২) ঐ গ্রামের এয়ার আহমদের ছেলে,নিখোঁজ লিটন (৪২) মনির আহাম্মদ গাছির প্রথম ছেলে।

    জানা যায়, বৃহস্পতিবার রাতে সীমান্ত এলাকায় রাত আনুমানিক ১২ টার দিকে মাছ ধরতে যায় ভারতীয় কৃষি জমিতে,ভারতীয় সীমানা রেখার ২১৬৪ পিলারের ভিতরে ডুকে যায়,এক পর্যায়ে আমজাদ নগর ৪৩ ব্যাটালিয়ন বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করে,পরবর্তীতে মিল্লাত ও আফছার কে স্থানীয় এলাকাবাসী উদ্ধার করে নিয়ে আসে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজন হলে,উন্নত চিকিৎসার জন্য ডাক্তার ফেনী সদর হাসপাতালে নিয়ে যেতে বলেন,সেখানে কর্তব্যরত চিকিৎসক মিল্লাতকে মৃত ঘোষণা করেন,আফছার কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দ্রুত নিয়ে যেতে বলেন।

    অপরদিকে নিখোঁজ লিটন নামের আরেক যুবক কে গুলিবিদ্ধ অবস্থায় বিএসএফ ভারতে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। এই বিষয়ে ৪ বিজিবির অধিনায়ক ল্যাফটেনেন্ট মোশাররফ হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

    এই ঘটনায় পুরো এলকায় শোকের মাতম বইছে,নিহত পরিবার ছেলে কে হারিয়ে এক প্রকার পাগল প্রায়,স্থানীয়দের দাবী এধরণের ঘটনা অতীতে ও একই এলাকায় আরও হয়েছে,বাংলাদেশ সরকারের কাছে তাদের দাবী সীমান্তে নির্বিচারে হত্যা ও অত্যাচার দ্রুত বন্ধ করার আহ্বান জানান এবং সুষ্ঠ তদন্তের মাধ্যমে রাষ্ট্রীয় ভাবে বিচারের দাবি জানান।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031