পঞ্চগড়ে ফের তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে
নিজস্ব প্রতিবেদক: দেশের উত্তরের হিমালায় কন্যা খ্যাত জেলা পঞ্চগড়ে আবারও বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। একদিনের ব্যবধানে তাপমাত্রা ৫ ডিগ্রি কমেছে সাত ডিগ্রিতে অবস্থান করছে। তবে সকালে সূর্যের আলো ছড়ালেও হিম বাতাসে বেড়েছে শীতের দাপট।
রবিবার (১৯ জানুয়ারি) ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শনিবার (১৮ জানুয়ারি) ভোর ৬টায় জেলার তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ দশমিক ৩ ডিগ্রিসেলসিয়াস।
জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ বলেন, দুই দিন পর আজকে আবার ১০ ডিগ্রির নিচে ৭ ডিগ্রির ঘরে তাপমাত্রা অবস্থান করছে। আজ রোববার ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। দুই দিন ধরে ১১ থেকে ১২ ডিগ্রির ওপরে তাপমাত্রা রেকর্ডের পর আবার ৭ ডিগ্রির ঘরে তাপমাত্রা রেকর্ড হওয়ায় মাঝারি শৈত্যপ্রবাহ বইছে।
এদিকে কুয়াশার সঙ্গে হিম বাতাসের কারণে দুর্ভোগে পড়েছেন জেলার ভ্যানচালক, পাথর শ্রমিক, চা শ্রমিক, দিনমজুর থেকে নিম্ন আয়ের মানুষেরা। তারা বলছেন, শীতের কারণে পরিবারে কারো না কারও জ্বর, সর্দি, শ্বাসকষ্টসহ অন্যান্য রোগ লেগেই আছে। এদিকে আয় রোজগার কম, আরেক দিকে রোগের চিকিৎসা, সবমিলিয়ে পরিস্থিতি বিপাকে ফেলেছে।
প্রয়োজনের বাইরে অনেকে বের না হলেও জীবিকার তাগিদে ছোট যানবাহনগুলোকে শীতে ঝুঁকি নিয়ে কাজে যেতে দেখা গেছে।
বিআলো/শিলি