পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের সঙ্গে কেন্দ্রীয় নেতাদেরী মতবিনিময় সভা আজ মঙ্গলবার (২৬ আগস্ট) অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন তাপসের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক রাজিব আহসান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী, সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন, মফিদুল আলম খানসহ কেন্দ্রীয় নেতা ফয়েজ আহমেদ, নুরুল হুদা বাবু, আব্দুল আলীম, জাকির হোসেন, ফয়সাল আহমেদ পলাশ ও মনিরুজ্জামান মানিক।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজিব আহসান বলেন, “জাতীয়তাবাদী শক্তির সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।” সভায় স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা সংগঠনকে আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রম জোরদারের আহ্বান জানান।
বিআলো/ইমরান