পটিয়ায় দ্রুতগামী ট্রাকের চাপায় শিশুর মৃত্যু
দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় রাস্তা পার হতে গিয়ে দ্রুতগামী ট্রাকের চাপায় মোহাম্মদ মোত্তাকিম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত শুক্রবার বিকেলে মহাসড়কের পটিয়া উপজেলার ইন্দ্রপুল এলাকার মডেল মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মোত্তাকিম সাতকানিয়া উপজেলার পদুয়া গ্রামের মো. জোবাইয়ের ছেলে। পটিয়া হাইওয়ে থানার পুলিশের এএসআই মোস্তফিজুর রহমান জানান, শিশুটির বাবা পরিবার থেকে বিচ্ছিন্ন। তার মা পটিয়া লবণ শিল্প এলাকায় একজন লবণ শ্রমিক হিসেবে কর্মরত। বর্তমানে মা ও ছেলে পটিয়ার লবণ শিল্প এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।
রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক মোত্তাকিমকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে যায়। এ বিষয়ে পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুন জানান, নিহত শিশুর মরদেহ বর্তমানে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। পরিবারের আবেদন করলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হবে।
বিআলো/আমিনা



