• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    পটুয়াখালীতে জেলা পর্যায়ে শিশু-কেন্দ্রিক মেট ক্লাবের শুভ উদ্বোধন 

     dailybangla 
    21st Dec 2025 8:56 pm  |  অনলাইন সংস্করণ

    মু. জিল্লুর রহমান জুয়েল: জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবেলায় শিশুদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে পটুয়াখালীতে জেলা পর্যায়ে শিশু-কেন্দ্রিক মেটিওরোলজি ক্লাব (মেট ক্লাব) এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকালে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে জার্মান ফেডারেল ফরেন অফিস (GFFO)-এর অর্থায়নে বাস্তবায়িত চাইল্ড সেন্টার্ড অ্যান্টিসিপেটরি অ্যাকশন (CCAA) প্রকল্পের আওতায় এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করে সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ, জাগো নারী, রাইমস ও বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মোমেনুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। শিশুদের আগাম প্রস্তুতি কার্যক্রমে সম্পৃক্ত করা গেলে ভবিষ্যৎ প্রজন্ম আরও সচেতন, সক্ষম ও দুর্যোগ সহনশীল হয়ে উঠবে।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাইমস-এর সিনিয়র অফিসার মুহাম্মদ তানজিলুর রহমান। তিনি বলেন, শিশুদের মাধ্যমে আগাম দুর্যোগ সতর্কতা বার্তা ছড়িয়ে দেওয়া হলে তা সমাজে আরও দ্রুত, কার্যকর ও টেকসইভাবে পৌঁছানো সম্ভব।
    পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আহমেদ পারভেজ জলবায়ু শিক্ষা ও স্থানীয় পর্যায়ে বৈজ্ঞানিক তথ্য ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন। জেলা শিক্ষা অফিসার মো. মুজিবুর রহমান বলেন, শিক্ষার্থীদের দুর্যোগ বিষয়ে সচেতন ও দক্ষ করে গড়ে তুলতে মেট ক্লাব একটি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ।

    অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক এস এম কামরুল হাসান এবং আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মাল্লিক। তারা আবহাওয়ার পূর্বাভাস, আগাম সতর্কতা ব্যবস্থা এবং শিশুবান্ধব আবহাওয়া তথ্যের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
    উদ্বোধনী পর্বে মেট ক্লাবের শিক্ষার্থীরা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) ওয়েবসাইট ও মেট ক্লাব ওয়েবসাইট প্রদর্শন করেন। পটুয়াখালী ও কলাপাড়া থেকে আগত শিক্ষার্থীরা আবহাওয়ার তথ্য বিশ্লেষণ, পূর্বাভাস বোঝা এবং শিশুবান্ধব আগাম সতর্কতা বার্তা প্রচারে তাদের অর্জিত অভিজ্ঞতা তুলে ধরেন।

    অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে কলাপাড়া উপজেলার শিক্ষার্থীদের পরিবেশনায় দেশাত্মবোধক গান, পটুয়াখালী সদর থেকে আগত শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি এবং মেট ক্লাব ও অ্যান্টিসিপেটরি অ্যাকশন বিষয়ক গম্ভীরা পরিবেশনা অতিথিদের বিশেষভাবে আকর্ষণ করে।
    অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নিলুফার আখতার, প্রজেক্ট ম্যানেজার (CCAA) এবং প্রকল্প টিম।
    সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি ও জাগো নারী’র প্রধান নির্বাহী হোসনে আরা হাসি বলেন, এই মেট ক্লাব শিশুদের আবহাওয়া সংক্রান্ত জ্ঞান বৃদ্ধির পাশাপাশি আগাম দুর্যোগ প্রস্তুতিতে তাদের নেতৃত্ব গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031