• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    পটুয়াখালীতে দীর্ঘ ২৩ বছর পর ত্রিবার্ষিক সম্মেলন: চলছে ভোট গ্রহন।। 

     dailybangla 
    02nd Jul 2025 9:35 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক : বিপুল উৎসাহ উদ্দীপনায় মধ্যেদিয়ে দীর্ঘ ২৩ বছর পর পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই খন্ড খন্ড মিছিল নিয়ে সন্মেলন চত্বরে ভীড় করেছেন দলীয় নেতাকর্মীরা। সকাল দশটায় জাতীয় ও দলীয় পতাকা উড্ডয়নের মাধ্যমে সম্মেলনের প্রথম অধিবেশনের উদ্বোধন করেন দলের জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। উদ্বোধন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিএনপির আহবায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্ব ও সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টির সঞ্চালনায় বক্তব্য রাখেন দলটির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেনসহ কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।বিকেলে সম্মেলনের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী সংযুক্ত হয়ে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
    প্রথম অধিবেশন শেষে একই স্থানে অনুষ্ঠিত হচ্ছে দ্বিতীয় অধিবেশন। এই অধিবেশনে প্রত্যক্ষ ভোট প্রদানের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত করবেন ১৫১৪ জন ডেলিগেট ও কাউন্সিলররা। শুরু থেকে বিরতিহীনবাবে ৪ ঘন্টা চলবে ভোট গ্রহন কথা থাকলেও রাত ১১ পর্যন্ত চলবে এ ভোট গ্রহন। সম্মেলনে সভাপতি পদে ২ জন ও সাধারন সম্পাদক পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেছেন।সভাপতি পদে বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সচিব স্নেহাংশু কুমার কুটি ও মাকসুদ আহাম্মদ বায়জিদ (পান্না মিয়া) এবং সাধারণ সম্পাদক পদে মনিরুল ইসলাম লিটন,এ্যাড. মজিবর রহমান টোটন,বশির আহম্মদ মৃধা,এ্যাড. তৌফিক আলী খাঁন (খাঁন কবির),মোঃ সাইদুর রহমান তালুকদার,মোঃ দেলোয়ার হোসেন নান্নু প্রতিদ্বন্দ্বিতা করছেন।
    ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর আগামী নির্বাচনের আগে দল গোছাতে নতুন কমিটি কার্যকরি ভুমিকা রাখবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।যারা যোগ্য দলের জন্য দুর্দিনে কাজ করেছেন এবং যারা ভবিষ্যতে দলকে সুসংগঠিত করতে পারবেন এরকম প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে চান ভোটাররা।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930