পটুয়াখালীতে নবাগত জেলা প্রশাসক ও সাংবাদিকদের পরিচিতি সভা অনুষ্ঠিত
রিপন কুমার দাস: পটুয়াখালীতে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ৩টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় নবাগত জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ চৌধুরী সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন এবং জেলার বিভিন্ন বিষয়ে উন্মুক্ত আলোচনা করেন। সভায় সাংবাদিকরা কুয়াকাটা সমুদ্র সৈকত, ২৫০ শয্যা বিশিষ্ট পটুয়াখালী হাসপাতাল, ভূমি অধিগ্রহণ (LA) শাখা, বিভিন্ন এলাকার রাস্তা-ঘাট, মাদক সমস্যা, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আচরণ, আইন শৃঙ্খলা এবং অন্যান্য সামাজিক ও প্রশাসনিক সমস্যার বিষয় তুলে ধরেন।
সভায় নবাগত জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ চৌধুরী সাংবাদিকদের কাছ থেকে এসব সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন এবং জেলার উন্নয়নে সকল গঠনমূলক কাজের জন্য সাংবাদিকদের অংশীদারিত্বের আশ্বাস দেন।
উক্ত সভায় উপস্থিত ছিলেন পৌর প্রশাসক জুয়েল রানা, সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত আরা জামান উর্মিসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা।
বিআলো/এফএইচএস