পটুয়াখালীতে ব্র্যাকের “শহর ভিত্তিক জলবায়ু অভিযোজন পরিকল্পনা” অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত
dailybangla
26th Jun 2025 11:15 am | অনলাইন সংস্করণ
রিপন দাস: পটুয়াখালীতে ব্র্যাক ও পৌরসভার যৌথ উদ্যোগে পৌর এলাকায় “Building Climate Resilient Migrant-frienly Town Through Locally Led Adaptation in Bangladesh (CRMFT)” শীর্ষক প্রকল্পের আওতায় শহরভিত্তিক জলবায়ু অভিযোজন পরিকল্পনা অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বুধবার (২৫ জুন), সকাল ১১ টায় পটুয়াখালী ইসলামী ফাউন্ডেশনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু হাসনাত মোহাম্মদ আরেফীন জেলা প্রশাসক পটুয়াখালী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত আরা জামান উর্মী।
এসময় আরো উপস্থিত ছিলেন সরকারি বে-সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, চিকিৎসক, আইনজীবি, সাংবাদিক, শিক্ষক, ছাত্র, এনজিও প্রতিনিধি, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ব্র্যাক ও ICCCAD প্রতিনিধি।
ব্রাক পটুয়াখালী প্রোগ্রাম ম্যানেজার শেখ মহিবুল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পটুয়াখালী পৌর প্রশাসক(উপসচিব) জুয়েল রানা।কর্মশালায় সার্বিক আলোচনা করেন ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর হেড অব প্রোগ্রামার- ইমামুল আজম শাহী ও প্রজেক্ট কো-অর্ডিনেটর শাহরিয়ার মোহাম্মদ।
উল্লেখ্য,”Building Climate Resilient Migrant-frienly Town Through Locally Led Adaptation in Bangladesh” আওতায় ব্র্যাক’র উদ্যোগে এবং পটুয়াখালী পৌরসভার সার্বিক সহযোগীতায় প্রকল্পটি ২০২৩ সালে শুরু হয় এবং ২০২৫ সালের ৩১ জুলাই শেষ হচ্ছে। পৌর এলাকায় মোট ৯টি ওয়ার্ডের ১১৬ টি কমিউনিটির মধ্য থেকে ২০ টি কমিউনিটিতে সি এ সি (CAC) এর মাধ্যমে স্থানীয় জলবায়ু অভিযোজন পরিকল্পনা (এলক্যাপ) করা হয় এবং ২০ টি কমিউনিটিতে বিভিন্ন ধরনের সমস্যা চিহ্নিত করে প্রায়োরিটির ভিত্তিতে বিভিন্ন কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত নেয়।এই প্রকল্পের আওতায় কমিউনিটি ভিত্তিক বৃষ্টির পানি সংরক্ষণের জন্য প্লান্ট ,টয়লেট,গোসলখানা,রান্না ঘর ,রাস্তা,ড্রেন নির্মাণ,পশু-পাখি পালনের জন্য দুর্যোগ-সহনশীল ঘর ,বসত ঘরের টিনের চালায় মাচা তৈরি করে সবজি চাষ, অনান্য গাছপালা রোপন, কৃষি প্রশিক্ষণের সাথে কৃষি উপকরণ বিতরণ সহ দুর্যোগ ঝুঁকিতে থাকা কমিউনিটির তরুনদের দক্ষতা বৃদ্ধির জন্য টেকনিক্যাল প্রশিক্ষন করানো হয়। প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট ও লাইসেন্স প্রদান করে।