পটুয়াখালীর দুমকিতে পাগলা কুকুরের কামড়ে ২৩ জন আহত
আতঙ্কে পথচারী, কুকুরটি ধরতে পারেনি কেউ
মু জিল্লুর রহমান জুয়েল, পটুয়াখালী: পটুয়াখালীর দুমকি উপজেলায় একটি পাগলা কুকুরের কামড়ে অন্তত ২৩ জন পথচারী আহত হয়েছেন। আহতদের মধ্যে নারী, শিশু ও বৃদ্ধ রয়েছেন। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আহত ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ৫ জানুয়ারি সকাল থেকে হঠাৎ একটি কুকুর দৌড়ে এসে লাফিয়ে লাফিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার পথচারীদের ওপর আক্রমণ চালায়। যাকে সামনে পেয়েছে তাকেই পাগলা কুকুরের মতো শরীরের বিভিন্ন স্থানে কামড়াতে থাকে।
দুমকি উপজেলার নতুন বাজার, রাজাখালী, থানাব্রীজ, পীরতলা বাজার, জলিশা, আনন্দ বাজার, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ক্যাম্পাস এবং গ্রামীণ ব্যাংক সড়ক এলাকায় কুকুরটি দৌড়ে দৌড়ে পথচারীদের ওপর হামলা চালায়। এতে অন্তত ২৩ জন গুরুতরভাবে আহত হন।
আহতদের মধ্যে রয়েছেন— আব্দুল্লাহ (১৯), তানিয়া (৩), উজ্জ্বল (২৫), ইউসুফ (৩২), মাহিনুর বেগম (৩৮), মফিজুর রহমান (৭০), তানিয়া (২৮), জব্বার ঘরামী (৬০), রিমা (২০), মনোয়ারা বেগম (৫৫), ফরিদা বেগম (৫০), বশির (২০) এবং আব্দুল লতিফ খান (৯৫)। এছাড়াও আরও কয়েকজন আহত ব্যক্তি পটুয়াখালী ও বরিশালের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানান, ঘটনার পর কুকুরটিকে ধরার চেষ্টা করা হলেও সেটি পালিয়ে যায়। ফলে কুকুরটি এখনও এলাকায় ঘোরাফেরা করছে কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে স্থানীয়দের দাবি, দ্রুত পাগলা কুকুরটি শনাক্ত ও আটক করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক এবং আহতদের পর্যাপ্ত চিকিৎসা নিশ্চিত করা হোক।
বিআলো/এফএইচএস



