পটুয়াখালী প্রেসক্লাবে নাজিম উদ্দিন আহ্বায়ক, আল-আমিন সদস্য সচিব
পটুয়াখালী প্রতিনিধি : দেশ ও জাতির কল্যাণে দায়িত্বশীল ও পেশাদার সংবাদ পরিবেশনের লক্ষ্যে পটুয়াখালীর পেশাগত সাংবাদিকদের নিয়ে প্রেসক্লাব পটুয়াখালী-এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৩টায় পৌর শহরের ৭নং ওয়ার্ডের ফায়ার সার্ভিস রোডস্থ অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে ১৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
দৈনিক গণকণ্ঠ পত্রিকার পটুয়াখালী প্রতিনিধি সোহানুর রহমান (সোহেল) এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আনন্দ টিভি ও দৈনিক খোলা কাগজের পটুয়াখালী জেলা প্রতিনিধি এম. নাজিম উদ্দিনকে আহ্বায়ক এবং দৈনিক আজকের বসুন্ধরার পটুয়াখালী জেলা প্রতিনিধি এস. আল-আমিন খানকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
কমিটির সদস্যরা হলেন:
১. রাসেল সিকদার (বাংলা টিভি)
২. আল-আমিন (এশিয়ান টিভি)
৩. জাহিদ সিকদার (দৈনিক মুক্ত খবর)
৪. সোহানুর রহমান সোহেল (দৈনিক গণকণ্ঠ)
৫. মো. তারিকুল ইসলাম (দৈনিক বাংলাদেশের আলো)
৬. সোহেল গাজী (দৈনিক সরেজমিন বার্তা)
৭. আরিফুল ইসলাম (দৈনিক দক্ষিণের কাগজ)
৮. সঞ্জয় দেবনাথ (দৈনিক আজকালের কণ্ঠ)
৯. ফরিদুল ইসলাম সাঈদ (আধুনিক সংবাদ)
১০. মোহাম্মদ রাকিব (রাজধানী টিভি)
১১. মাহবুব সিকদার (সিএনএন বাংলা টিভি)
১২. মো. ফোরকান হাওলাদার (দৈনিক আজকালের খবর)
১৩. মোসাঃ মাহিনুর বেগম (ঢাকা প্রতিদিন)
১৪. সাইফুল ইসলাম খোকন (সিএনএন বাংলা টিভি)
১৫. হাফিজুল ইসলাম শান্ত (দৈনিক বিপ্লবী বাংলাদেশ)
বিআলো/ইমরান



