পটুয়াখালী–২ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে অসন্তোষ: কাফনের কাপড় পরে বিক্ষোভ
মোঃ তারিকুল ইসলাম (মোস্তফা),বাউফল (পটুয়াখালী): পটুয়াখালী–২ (বাউফল) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন ঘোষণা ঘিরে স্থানীয় নেতা–কর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারকে মনোনয়ন দেওয়ায় বঞ্চিত অপর দুই প্রার্থী—সাবেক উপজেলা বিএনপি সভাপতি একেএম ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ তালুকদার এবং সহ–দপ্তর সম্পাদক মুনির হোসেন—এর সমর্থকেরা বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভে নামেন।
বিক্ষোভ ও মিছিল
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল পাঁচটায় বাউফল উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক ঘুরে আবার কার্যালয়ের সামনে শেষ হয়। এ সময় বিক্ষুব্ধ নেতা–কর্মীরা “মনোনয়ন মানি না” এবং “মনোনয়ন পুনর্বিবেচনা চাই”—এমন স্লোগান দেন।
মিছিলে অনেক নেতা–কর্মী সাদা কাফনের মতো পোশাক পরে প্রতিবাদ জানান, যা মনোনয়ন–বিতর্ক নিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেছে।
মিছিলে নেতৃত্ব
মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল জব্বার মৃধা, সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, কালিশুরি ইউনিয়ন বিএনপির সভাপতি রায়হান জব্বার, কালাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন তুহিন, কনকদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন এবং পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হাজী পলাশসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা।
মনোনয়ন বাতিলের দাবি
মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ।
প্রধান অতিথির বক্তব্যে আহ্বায়ক আব্দুল জব্বার মৃধা বলেন,
“আমরা এই মনোনয়ন মানি না। বাউফল উপজেলা বিএনপির মতামত উপেক্ষা করে এ প্রার্থী ঘোষণা গ্রহণযোগ্য নয়।”
তিনি হাইকমান্ডের কাছে মনোনয়ন পুনর্বিবেচনার অনুরোধ জানান।
তিনি আরও বলেন, স্থানীয় নেতা–কর্মীদের ত্যাগ ও অবদান মূল্যায়ন করেই প্রার্থী নির্ধারণ করা উচিত। তা না হলে আন্দোলন আরও বিস্তৃত হবে বলেও তিনি সতর্ক করেন।
বিশ্লেষকদের মত
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন সামনে রেখে এই মনোনয়ন–বিতর্ক পটুয়াখালী–২ আসনে বিএনপির সংগঠনিক ঐক্যকে দুর্বল করে দিতে পারে।
বিআলো/ইমরান



